প্রতীকে প্রচারণা শুরু সোমবার, শেষ ২৮ ডিসেম্বর

Slider জাতীয়

image_278032.ec

 

 

 

 

 

 

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রতীক নিয়ে প্রচারণা শুরু হচ্ছে সোমবার (১৪) ডিসেম্বর। শেষে হবে সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত ১২টায়।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব সামসুল আলাম বাংলানিউজকে বলেন, রোববার (১৩ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আর সোমবার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সোমবার থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন। আর এ প্রচারণা বন্ধ হবে ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে।

ভোটগ্রহণ শুরু হবে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টায়। সে হিসেবে ২৮ ডিসেম্বর সোমবার মধ্যরাত ১২টার মধ্যেই প্রার্থীদের সকল ধরণের প্রচারণা বন্ধ রাখতে হবে।

নির্বাচনে মেয়র পদে দলীয় বৈধ প্রার্থীর সংখ্যা ৬৭১ জন এবং স্বতন্ত্র ৩৮৫ জন। আর কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১২ হাজার ৭২৮ জন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ১৫৯ জন প্রার্থী রয়েছেন। তবে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সোমবারের মধ্যেই চূড়ান্ত হবে।

৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *