অ্যানড্রয়েডে ফেসবুকের নতুন নিরাপত্তা

তথ্যপ্রযুক্তি

2015_12_11_20_44_01_Mh4XybvecPReew4dSFkHmFghKr5vRG_original

 

 

 

 

ঢাকা: ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এ পর্যন্ত বহু পদক্ষেপ নেয়া হয়েছে। ভুল পাসওয়ার্ড দিলে অথবা অপরিচিত ডিভাইস থেকে ফেসবুকে ঢুকলে ব্যবহারকারীর কাছে এসএমএস চলে যাওয়া, সিকিউরিটি কোড চেক, মোবাইল এসএমএসে কোড চেকসহ বিভিন্ন পদ্ধতি ফেসবুকে চালু রয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার অ্যান্ড্রয়েডে চালু হলো ফেসবুক সিকিউরিটি চেক ফিচার। গেল মঙ্গলবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে।

এই সিস্টেমে ব্যবহারকারী দ্রুত রিভিউ দেখতে পারবেন নিজের অ্যাকাউন্টের সেটিংসের। যেকোন পোস্ট শেয়ার নিয়ন্ত্রণ করা যাবে। নেটওয়ার্ক থেকে বের হয়ে গেলে অথবা আগে ব্যবহার করা হয়নি এমন কোনো ডিভাইস থেকে লগ ইন করলে লগিং অ্যালার্ট চলে যাবে অ্যাকাউন্ট মালিকের কাছে এবং পাসওয়ার্ড বদল করার সুযোগ দেবে।

এই নিরাপত্তা ব্যবস্থা ডেস্কটপে এসেছিল চলতি বছরের জুলাইয়ে এবং শিগগিরই আইফোনের ওএসেও আসবে এই নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *