খুলনায় ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

Slider তথ্যপ্রযুক্তি


ঢাকাঃ ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি মো. আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে এই মামলা করেছেন।

খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর মসজিদ সংলগ্ন বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বাদী হয়ে মঙ্গলবার বিকালে খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
তিনি জানান, সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। ওই পোস্টে তার বিরুদ্ধে মোংলা কাস্টমসের শুল্ক ফাঁকি দেয়ার মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়। যাতে সামাজিকভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *