জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বাংলাদেশের ভূমিকা

Slider বাধ ভাঙ্গা মত
images
ফ্রান্সের রাজধানী পারিতে জলবায়ু নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ২০২০-২০৩০ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রসহ মোট ১৯টি দেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রশমনে ২০২০ সাল থেকে প্রতি বছর ৯৩ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে। এ পরিকল্পনার আওতায় কার্বন নিঃসরণ কমাতে বার্ষিক ৫৩.৮ বিলিয়ন ডলার এবং বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল নিয়ন্ত্রণে ৩৯.৯ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে স্বল্পোন্নত দেশগুলো।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যে মনুষ্যসৃষ্ট, এমন ধারণায় অনৈক্য এখন খুব কম মানুষেরই আছে। এই পরিবর্তনের প্রভাব এখন ধনী, গরীব সব দেশই আঁচ করতে পারছে। তবে এই পরিবর্তনের প্রভাব দীর্ঘমেয়াদে কত ভয়াবহ, তা আমরা চিন্তাও করতে পারছি না।
১৮৫০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা বেড়েছে ০.৭৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৫০ বছরের প্রতি দশকে তাপমাত্রা বেড়েছে ০.১৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০০ বছরের গড় তাপমাত্রা বৃদ্ধির প্রায় দ্বিগুণ। গত ২০১২ সনে বৈশ্বিক গড় তাপমাত্রা বিংশ শতাব্দীর চেয়ে ০.৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
এটা স্পষ্ট যে, যত দিন গড়াচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। তাপমাত্রার এই বৃদ্ধি দশমিক মাত্রার হলেও, এর ফলে বৈশ্বিক মোট তাপের যে পরিবর্তন হয়, তা কিন্তু অনেক। পৃথিবীর স্থায়ী এবং অস্থায়ী বড় বড় বরফের আস্তরণগুলো (গ্লেসিয়ার) সাম্প্রতিক সময়ে গলে যাওয়া এবং এর অনেকাংশই আর আগের অবস্থায় ফিরে না যাওয়া, বৈশ্বিক স্বল্পমাত্রার তাপমাত্রা বৃদ্ধি এবং সময়ের সঙ্গে ক্রমবর্ধমান হারে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবণতার ভয়াবহতাই প্রকাশ করছে।
জলবায়ু বিজ্ঞানীরা সতর্কবাণী দিয়েছেন, বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে গেলে, আমাদের জৈব, অজৈব, সমাজ, সভ্যতা সবকিছুর ভারসাম্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে ২ ডিগ্রি সেলসিয়াসের মান-মাত্রা পার হতে এই শতাব্দীর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই বিপদ ঘটে যাবে।
প্রাকৃতিকভাবে জলবায়ুর যে স্বাভাবিক পরিবর্তন হওয়ার কথা এবং যে পরিবর্তন ও বিবর্তনে আমাদের সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে, জলবায়ুর সে পরিবর্তন ছাপিয়ে মনুষ্যসৃষ্ট কারণে জলবায়ুতন্ত্র ইতোমধ্যেই অনেকখানি পরিবর্তিত হয়েছে। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি এই পরিবর্তনের পেছনে কাজ করেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র ও মহাসমুদ্রের অম্লতা বৃদ্ধি ও তাদের গতিপ্রকৃতির পরিবর্তন, মেরু অঞ্চলের বড় বড় বরফের আস্তরনের অবস্থান ও আকারের পরিবর্তন এবং অতিমাত্রার জলবায়ুগত বিভিন্ন ঘটনার সংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
জলবায়ুতন্ত্রের এই পরিবর্তনের ঝুঁকি বিজ্ঞানীদের গবেষণায় সুষ্পষ্টভাবে জানা গেছে, যা ‘আর-ফিরে-আসবে-না’ এ রকম একটি স্থানান্তরের দিকে জলবায়ুকে ঠেলে দিবে। গবেষণায় দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ১০ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। ২১০০ সালের মধ্যে ৫০ সেন্টিমিটার থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে।
এই হিসাবটি করা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির বিভিন্ন ধরন অনুমান করে সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক গড় হিসেবে। এই ধারণার অনিশ্চয়তা অনেক বেশি। বিভিন্ন আঞ্চলিক জলবায়ু মডেল অনুসারে কোথাও কোথাও অনেক বেশি উচ্চতা বৃদ্ধির ধারণা করা হয়েছে।
সাম্প্রতিক উপগ্রহ ও ভূমি-ভিত্তিক পর্যবেক্ষণ থেকে এটা স্পষ্টত প্রতীয়মান হয়েছে যে, ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় ৩ মিলিমিটার করে বৃদ্ধি পেয়েছে, যা বিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির চেয়ে অনেক বেশি।
এই উচ্চতা বৃদ্ধির নিম্নমাত্রার হিসাবটিও যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ ভাগ (৭০০ মিলিয়ন), যারা উপকূলীয় নিম্নাঞ্চলে বাস করছে, তারা জল-নিমজ্জনের মধ্যে পড়বে এবং তৎসংক্রান্ত যাবতীয় প্রভাবে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হবে, বিস্তর জীবনহানি ঘটবে।
জলবায়ু পরিবর্তন ইতোমধ্যেই সমুদ্রের রাসায়নিক অবস্থা প্রভাবিত করেছে লবণ ও অন্যান্য পুষ্টি উপাদানের বিস্তার পরিবর্তন করার মাধ্যমে। এতে সমুদ্রের পানির কার্বনের মজুদ ও পানির অম্লতা পরিবর্তিত হচ্ছে। নদী বা বাতাসে যেসব বর্জ্য নিক্ষিপ্ত কিংবা নির্গত হয়, তাদের অনেকাংশেরই সর্বশেষ অবস্থান হয় সমুদ্রে। জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড যা প্রাথমিকভাবে বায়ুমণ্ডলে অবস্থান করে, তার এক তৃতীয়াংশ সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়।
শিল্প বিপ্লবের পর দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড ইতোমধ্যেই সমুদ্রের পানির পিএইচ কমিয়ে (পিএইচ-এর মান ৮.২ থেকে কমে ৮.১ হয়েছে) দিয়েছে অর্থাৎ পানির অম্লতা বাড়িয়ে দিয়েছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা আরও বাড়তে থাকলে, তা সমুদ্রের পিএইচ-এর মান ২১০০ সালের মধ্যে ০.৫ ইউনিট পর্যন্ত কমিয়ে দিবে।
আর এতে সমুদ্রের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধন হয়ে যাবে। বিশেষ করে যেসব প্রজাতি জীবনচক্রের কমপক্ষে কোনো এক সময় ক্যালসিয়াম কার্বনেটের খোলস তৈরি করে, বিশেষ করে প্রবাল ও শামুক-ঝিনুক, তারা সমুদ্রের এই অম্লতার কারণে বিলীন হয়ে যাবে।
পশ্চিম অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩.৫ মিটার পর্যন্ত বেড়ে যাবে
পশ্চিম অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩.৫ মিটার পর্যন্ত বেড়ে যাবে
সম্প্রতি ’নাসা’ একটি ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। গত চল্লিশ বছরের পর্যবেক্ষণে দেখা গেছে, পশ্চিম অ্যান্টার্কটিকার এমান্ডসন সাগরের কাছে থাকা কিছু গ্লেসিয়ার (বরফের সিট) এমনভাবে গলে গেছে যে, তা আর কোনোভাবেই বরফ হয়ে ফিরে আসবে না। ওই গ্লেসিয়ার যদি সম্পূর্ণ গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১.২ মিটার বেড়ে যাবে। আর যদি পশ্চিম অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৩.৫ মিটার পর্যন্ত বেড়ে যাবে। পশ্চিম অ্যান্টার্কটিকার পাশাপাশি পূর্ব অ্যান্টার্কটিকাতেও বরফক্ষয়ের একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
গ্রীনল্যান্ডের বরফের চূড়ার ক্ষয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আরও ভয়াবহ অশনি সংকেত দিচ্ছে। যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির আগাম ধারণা আগামী দুই-তিন দশকেই আমুল পরিবর্তন করে দিতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে চীন ও বাংলাদেশ ভয়াবহ বিপদে পড়বে বলে নাসা সতর্ক করে দিয়েছে। পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ সমুদ্র উপকূলীয় এলাকায় বাস করে।
এর মধ্যে বেশ কিছু অঞ্চল উপকূলীয় নিম্নাঞ্চল হিসেবে পরিচিত, যেখানে জমির উর্বরতা বেশ ভালো এবং প্রচুর মানুষ ঘনবসতিতে বাস করে। সেসব দেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটার বাড়লেও মানুষ ও অন্যান্য জীবের অনেক সংকট তৈরি হবে। তার পাশাপাশি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ও বন্যা এই সংকট আরও ঘনীভূত করবে। এতে বড় বড় নদীর বদ্বীপ অঞ্চলগুলো ভয়ানক বিপদের আশংকায় আছে।
এ রকম আশংকায় প্রায় চল্লিশ দেশে তিনশ মিলিয়ন মানুষ বাস করে। এসব অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটার বাড়লেও একশ মিলিয়ন মানুষ অতিমাত্রায় এবং ঘন ঘন বন্যায় আক্রান্ত হবে, এমনকি স্থায়ী জলাবদ্ধতার শিকারও হবে।
বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে বলার অপেক্ষা রাখে না, আজ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়াসহ বিভিন্ন সংকটের মুখামুখি হচ্ছে বিশ্ব। জলবায়ুবিষয়ক জাতিসংঘের আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তথ্য মতে, বিগত শতকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে প্রকাশিত আইপিসিসির তথ্য অনুসারে, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ৮২ ডিগ্রি সেন্টিমিটারে উন্নিত হবে। বিশ্বব্যাপী দিন দিন জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বেড়ে চলেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় এ ঝুঁকির হার সর্বাধিক, যা বিশেষজ্ঞরা বার বার উল্লেখ করছেন। জাতিসংঘ এর আগে বাংলাদেশকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাপলক্রাফটের এক প্রতিবেদনেও দেখা যাচ্ছে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। জলবায়ু ভয়ংকরভাবে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশও। আগামী ২০৮০ সাল নাগাদ সমুদ্রতল ৯ থেকে ৪৮ সেন্টিমিটার এবং কার্বন নির্গমনের উচ্চ হারে যে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে তার ফলে সমুদ্রতল ১৬ থেকে ৬৯ সেন্টিমিটার পর্যন্ত বাড়বে, খাদ্যাভাব দেখা দেবে, স্বাস্থ্য সমস্যা বাড়বে এমনকি ২০৮০ সাল নাগাদ বাংলাদেশের ভূমির এক-তৃতীয়াংশ পানিতে নিমজ্জিত হবে। এর ফলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোর মানুষ বাস্তুভিটা হারাবে। নদনদীতে লোনা পানির পরিমাণ বেড়ে যাবে, বাড়বে শরণার্থীর সংখ্যা। ২০ থেকে ৩০ শতাংশ প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে এবং দেশে বিশুদ্ধ পানির সংকট বেড়ে যাবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হেপাটাইটিস বি, সংক্রামক ব্যাধি, মেনিনজাইটির মত গ্রীষ্মকালীন রোগগুলো বৃদ্ধি পাবে। সে সঙ্গে সূর্যের বিকিরণকৃত আলট্রাভায়োলেট রশ্মির অনুপ্রবেশ বৃদ্ধির কারণে চামড়ার ক্যান্সার ও চোখের ছানি পড়া রোগ বৃদ্ধি পাবে। এমনকি খাদ্যশস্যে তেজস্ক্রিয়তা বেড়ে যাবে। অশুভ কিছু ঘটার আগেই যথাযথ পদক্ষেপ নিতে হবে। বেঁচে থাকার উপযোগী বিশ্ব গঠনে গাফিলতির অবকাশ নেই। আর সময়ক্ষেপণ নয়, এবার কিছু একটা করতে হবে। কারণ, দ্বিতীয় কোনো বিশ্ব নেই যাকে আমরা নিরাপদ ভাবতে পারি। বর্তমান উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে এত উদ্বেগ ও আলোচনার কারণ কোনো প্রাকৃতিক উপাদান নয়, বরং মানুষের প্রকৃতিবিরুদ্ধ নানাবিধ অপকর্মের ফলস্বরূপ বায়ুম-লের ক্ষতিকারক গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইডের মাত্রার সংকটজনক বৃদ্ধি গোলকীয় উষ্ণায়নের প্রধান কারণ। মানুষ্য সৃষ্টি এ আজাব থেকে আমরাই আমাদেরকে মুক্ত করতে হবে। সারা বিশ্বে আওয়াজ তুলতে হবে, ‘আর পরিবেশ ধ্বংস করবো না; নিজেরাই নিজেদের রক্ষা করবো’। জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ বিশ্ববাসীকে নতুনভাবে ভাবিয়ে তুলছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলোর অযাচিত ও অনিয়ন্ত্রিত কার্যক্রমের ফলে জলবায়ু পরিবর্তনের মাত্রা বেড়েছে আরো প্রকটভাবে। পুঁজিবাদী স্বার্থান্বেষী শিল্পোন্নত রাষ্ট্রগুলো কর্পোরেট সমাজের স্বার্থের কাছে পরাজিত হয়ে জলবায়ু পরিবর্তন ও দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হচ্ছে। আর এর কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে আছে এমন আভাষ আমরা অনেক আগেই পেয়েছি। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় মারাত্মকভাবে ভুগবে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের দেশগুলো। অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভোগান্তির শিকার হবে এসব অঞ্চলের দুই বিলিয়ন মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার দেশসমূহ সবচেয়ে খারাপ মৌসুমী আবহাওয়ার মধ্যে পড়বে। ইতোমধ্যে এখানকার দেশগুলোতে অতিবৃষ্টি ও অনাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অদূর ভবিষ্যতে এর প্রভাব দৈননিন্দন জীবন থেকে শুরু থেকে কৃষিসহ সকল ক্ষেত্রে পড়তে শুরু করবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশদূষণ, খাদ্যাভাব, কর্মসংস্থানের সংকট প্রভৃতি নানা সংকটের আবর্তে পৃথিবী নিপতিত। সাম্প্রতিককালে উষ্ণায়ন এবং তৎসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এক নতুন মাত্রা পেয়েছে। পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের দেশে হয় না বললেই চলে। অন্য দেশের কার্বনের ভারে আমরা নতজানু। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ। এখানে কার্বন নিঃসরণের যে মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে তার চেয়ে কম পরিমাণে কার্বন নির্গত হয়। আবার আমাদের দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের গাছ, লতাগুল্ম, বনের মাটির প্রকৃতি, গাছপালার পরিমাণ প্রভৃতি হিসাব করে দেখা যায়, এই বনের কার্বন শোষণের ক্ষমতা রয়েছে অত্যধিক। এর পরও আমরা উন্নত বিশ্বের নির্গত কার্বনের প্রভাবে ক্ষতিগ্রস্ত। কার্বনের প্রভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের বরফ গলে আশংকাজনকহারে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিশ্বে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে বন্যা, খরা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। যার সরাসরি প্রভাব পরছে বাংলাদেশে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর প্রায় ৯০ শতাংশেরও বেশি বরফের খনি অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়ার হার বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি। বিশ্বের বড় বড় বন্দর শহরগুলোর প্রায় ৪ কোটি মানুষ ভয়াবহ সামুদ্রিক বন্যার ঝুঁকিতে রয়েছে। এর থেকে রক্ষা পাবে না যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোও। যুক্তরাষ্ট্রে উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে- মিয়ামি বিচ, লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। তবে মূল ক্ষতিটা হবে তৃতীয় বিশ্বের দেশগুলোর। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, কার্বনডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ২০১৪ সালে বায়ুম-লে ক্ষতিকর গ্যাসের উপস্থিতি রের্কডমাত্রায় পৌঁছেছে। সংস্থাটির মতে, কার্বনডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকর দীর্ঘস্থায়ী গ্যাসগুলোর কারণে ১৯৯০ থেকে ২০১৪ সালে আবহাওয়ায় উষ্ণায়নের হার ৩৪ শতাংশ পরিমাণে বেড়েছে। আগামী দশকে বিশ্বের গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাইক্লোন সিডরে সাড়ে ৩৪ লাখ মানুষের বাড়িঘর ভেসে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালে ওই ধরনের সাইক্লোনে তিন মিটার উঁচু জলোচ্ছ্বাস হবে। এতে ৯৭ লাখ লোকের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। ২০৮০ সাল নাগাদ সমুদ্রস্তর ৬৫ সেন্টিমিটার উঁচু হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ৪০ শতাংশ উৎপাদনশীল ভূমি হারাবে। ইতোমধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রায় দুই কোটি মানুষ খাবার পানিতে লবণাক্ততার সমস্যার মুখে পড়েছেন। জলবায়ু পরিবর্তনে বন্যার ঝুঁকিও বাড়বে। বন্যার জন্য ঝুঁকিপূর্ণ ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে হিমালয়ের বরফগলা পানিসহ উজানের নেপাল ও ভারতের বৃষ্টিপাতের পানি, বাংলাদেশের প্রধান নদনদী হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এভাবে দেখা যায়, প্রতি বছরে গড়ে প্রায় ১০৯৪ মিলিয়ন কিউবিক মিটার পানি বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ১৫ লক্ষ হেক্টর চাষের জমি বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এদেশের কৃষি খাতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। মৌসুমী বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার কারণে এদেশের প্রধান অর্থকারী ফসল হল ধান। কিন্তু জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে দিনে দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানচাষ। অসময়ে বন্যা, বৃষ্টি এবং প্রবল শিলাবৃষ্টির কারণেও ধানচাষ ব্যাহত হচ্ছে। বাংলাদেশের সোনালি আঁশ, পাটের উৎপাদন কমে যাওয়ায় চাষীরা পাট চাষে বিমুখ হয়ে পড়ছেন। পাট চাষের ক্রমাবনতির জন্য বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। শীতকালের স্থায়িত্ব কমে যাওয়ায় রবিশস্যের জন্য প্রয়োজনীয় পরিবেশ পাওয়া যাচ্ছে না। আবার শৈত্যপ্রবাহের ফলে সরিষা, মসুর, ছোলাসহ বিভিন্ন ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসবের ফলে সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের আলামত দেখা দিয়েছে তাতে আর কোন সন্দেহ নেই। পৃথিবী এমন এক মহাবির্পযয়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বৃষ্টির মৌসুমে বৃষ্টি নেই আবার কখনো অতির্বষণ। শুষ্ক মৌসুমে মারাত্মক খরা শস্যহানি; আবার প্রলয়ঙ্কারী বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পৌনঃপুনিকতা। ষড় ঋতুর দেশ বাংলাদেশে ঋতুবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম ও বর্ষা প্রলম্বিত হচ্ছে অন্যদিকে শীতকাল সংকুচিত হচ্ছে। শরৎ ও হেমন্তের অস্তিত প্রায় বিলুপ্ত। পরিবেশ বিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে জলবায়ুর পরির্বতন। এই যে ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, সাগরে নিুচাপ, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা, অসময়ে বৃষ্টি-অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপর্যস্ত করে ফেলছে। জলবায়ু পরিবর্তন পৃথিবীর টেকসই উন্নয়ন ও মানব জাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ুর পরিবর্তন এর নেতিবাচক দিক ভেবে মানব সভ্যতা তার ভবিষ্যৎ নিয়ে শংকিত। এ সমস্যাগুলোকে প্রাকৃতিক ও সামাজিক দু’ভাগে বিভক্ত করা যায়। প্রাকৃতিকভাবে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হতে পারি তা হল স্বাভাবিক বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, বন্যা হবার প্রবণতা বৃদ্ধি, খরার স্থায়িত্ব ও তীব্রতা বৃদ্ধি, স্থলে টর্নেডো এবং সমুদ্রে সামুদ্রিক ঝড় বৃদ্ধি, তাপ প্রবাহের তীব্রতা বৃদ্ধি, পানির গুণাগুণ পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহের গলন ইত্যাদি। পৃথিবীর উষ্ণতা বাড়ার নেতিবাচক প্রভাব বনাঞ্চলে পড়লে প্রাকৃতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, প্রাণীকূল, ভূমি, পানি ইত্যাদির ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। জলবায়ু পরিবর্তনে ফলশ্রুতিতে উপকূলীয় বসবাসরত প্রায় দুই কোটি মানুষ বাস্তুহারা হবে। খরা, বন্যা ও লবণাক্ততার ফলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে। পৃথিবীর জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের দক্ষিণের বিরাট অংশ তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা, অসময়ে বৃষ্টি-অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপর্যস্ত করে ফেলছে। সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধিতে প্রাথমিকভাবে ১২০ হাজার বর্গ কিমি এলাকা সরাসরি প্লাবনজনিত ক্ষতির সম্মুখীন হবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশব্যাপী বৃষ্টির পরিমাণ বাড়বে। ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতি বছর মে-জুন এবং অক্টোবর-নভেম্বর মাসে ধ্বংসাত্মক সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানছে। এ দুর্যোগ থেকে আমাদের পরিত্রাণের উপায় কী? বিগত দিনে আমরা দেখেছি, বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো উল্লিখিত বিষয়ে অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা হচ্ছে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা তেমন আন্তরিক নয়। কোনো কোনো প্রতিশ্রুতি প্রায় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকার বিষয়টি উদ্বেগজনক। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের শিকার স্বল্পোন্নত দেশের জনগণের উদ্বেগ বেড়েই চলেছে। কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে স্বল্পোন্নত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানারকম অনিশ্চয়তা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ তার অন্যতম। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বাংলাদেশে নদীভাঙন, জলোচ্ছ্বাস, দীর্ঘমেয়াদি বন্যা, জলাবদ্ধতা, খরা, অতিরিক্ত লবণাক্ততা এসব সমস্যা এখন প্রকট। এসব সমস্যার কারণে প্রতি বছর দেশের লাখ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। এ অবস্থায় এসব উদ্বাস্তুর পুনর্বাসনের বিষয়টি বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশের নেতৃবৃন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করলেও এখনও এ সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি মিলছে না। ফলে জলবায়ু উদ্বাস্তুদের বেশির ভাগই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
বিশ্বব্যাপী হিমবাহ গলছে, গলছে সুমেরু-কুমেরুর বরফ৷ সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ বাড়ছে খরা, অতিবৃষ্টি, বন্যা বা প্লাবন – কিন্তু আমাদের হিসেব মতো নয়৷ অথচ এ সবই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে৷
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেটলেফ স্টামার-এর বিষয় হল ওশেনোগ্রাফি৷ জলবায়ু পরিবর্তন নিয়েও গবেষণা করে থাকেন তিনি৷ স্টামার বলেন, ‘‘বিগত ১৫ বছরে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি কিছুটা ঢিমে হয়ে এসেছে৷ আগের মতো দ্রুত হারে বাড়ছে না৷ ভুললে চলবে না, অতীতেও এ ধরনের সময় এসেছে৷ জলবায়ু পরিবর্তন মানে শুধু একটানা তাপমাত্রা বেড়ে চলা নয়৷ বরং প্রাকৃতিক কারণেই ওঠা, নামা, দুই’ই ঘটে থাকে৷”
তবে দীর্ঘমেয়াদি প্রবণতা একই থাকছে: তাপমাত্রা একটানা বেড়ে চলেছে৷ জলবায়ু পরিবর্তন থেমে যায়নি – সাগরেও নয়৷ ওশেনোগ্রাফাররা নিয়মিত সাগরের পানির উচ্চতা, লবণের পরিমাণ, তাপমাত্রা ইত্যাদি মেপে দেখেন৷ সারা সমুদ্র জুড়ে এই ধরনের মাপজোক চলেছে বিগত ত্রিশ বছর ধরে৷ তার আগের পরিসংখ্যান না থাকায় ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে, তা আন্দাজ করা শক্ত৷
বিজ্ঞানীরা মনে করেন, বিশ্বব্যাপী সাগরের পানির উচ্চতা বাড়বে, কেননা পানির উষ্ণতা বাড়লে তার সম্প্রসারণ ঘটে৷ কিন্তু তারা ইতিমধ্যে এও জানেন যে, সাগরের পানির উচ্চতা সর্বত্র একই হারে বাড়বে না৷ যেমন: জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের উপরকার বরফ গলে যাচ্ছে – সাগরের পানির উচ্চতার উপর যার অপ্রত্যাশিত প্রভাব পড়ছে৷ ডেটলেফ স্টামার বলেন:
‘‘আমরা দেখছি, গ্রিনল্যান্ডের জমি উপরে উঠে আসছে কেননা বরফের চাপ কমে গেছে – কাজেই পুরো দ্বীপটাই ওপরে উঠে আসছে৷ আমরা দেখছি, সাগরের জল তার আয়তন বজায় রেখেই চারদিকে ছড়িয়ে পড়ছে৷ গ্রিনল্যান্ডের চারপাশে পানি সত্যিই কমে আসছে, কিন্তু অন্যান্য উপকূলে সেই অনুপাতে পানি বাড়ছে৷ এর অর্থ, গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপগুলির আশেপাশে সাগরের জলের উচ্চতা বৃদ্ধি সত্যিই বেশি হবে – অর্থাৎ সাধারণ জলবায়ু পরিবর্তন, সাগরের পানির উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে যতোটা হওয়া উচিত, তার চেয়ে বেশিই হবে৷”
সাগরের জলের উচ্চতা বৃদ্ধি সম্পর্কে হামবুর্গের গবেষকরা এ যাবৎ যে সব কম্পিউটার মডেল তৈরি করেছেন, তাতে গ্রিনল্যান্ড সংক্রান্ত তথ্যটি ধরা হয়নি, যেমন ধরা হয়নি অন্যান্য ফ্যাক্টর বা উপাদান৷ স্টামার-এর ব্যাখ্যা, ‘‘যেমন ধরুন ভূগর্ভস্থ পানি পাম্প করে তুলে নেওয়ার ফলে, কিংবা প্রাকৃতিক গ্যাস বের করে নেওয়ার ফলে জমির ওঠা কি নামা – এ সব কারণেই স্থানীয়ভাবে সাগরের জলের উচ্চতা বাড়তে-কমতে পারে৷ এবং সেটা যে কতো ব্যাপক হতে পারে, তার প্রমাণ: টোকিও-তে ভূগর্ভস্থ পানি পাম্প করে বের করে নেওয়ার ফলে গোটা শহরটাই ছয় মিটার নেমে গেছে৷”
হামবুর্গের ‘বন্দরনগরী’ গোড়া থেকেই প্লাবনের হাত থেকে নিরাপদ করে তৈরি করা হয়েছিল – প্রথমে মাটি ঢেলে উঁচু বাঁধ তৈরি করে৷ সামুদ্রিক প্লাবনের ক্ষেত্রে ‘প্রোমেনেড’ মুহূর্তে ভেসে যাবে, কিন্তু ‘টের্প’ বা টিলার ওপর নির্মিত দোকানপাট, বাড়িঘর সুরক্ষিত থাকবে৷ প্লাবন আরো বেশি, আরো উঁচু হলেও বন্দরনগরী অক্ষত থাকবে৷ তবে সর্বক্ষেত্রেই সাগরের পানির উচ্চতা নিশ্চিত করে বলার জন্য আরো তথ্য চাই, আরো গবেষণা চাই, বললেন ডেটলেফ স্টামার৷ তাঁর ভাষায়, ‘‘বিভিন্ন দিক এখনও পুরোপুরি বিচার করে দেখা হয়নি৷ যেমন ক্রায়োস্ফিয়ার কিংবা বিশ্বের যেখানেই বরফ জমানো আছে এবং সেই বরফের ডাইনামিক্স অথবা গতিবিধি৷ এছাড়া মেরুপ্রদেশের বরফের কী দশা হবে, এ সব নিয়ে গবেষণা সবে শুরু হয়েছে এবং সাগরের পানির উচ্চতা বাড়া নিয়ে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে চরম অনিশ্চয়তার সৃষ্টি করেছে৷”
সামপ্রতিক চরমভাবাপন্ন আবহাওয়া পৃথিবীব্যাপী মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই চরম আবহাওয়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের ফল। প্রত্যেকটি গ্রীষ্ম, বর্ষা, শীত, ঝড়, খরা, তুষারপাত তার আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলছে। তীব্র ঝড় এবং ভারি বৃষ্টিপাতে বাংলাদেশের বন্যা, উজানে হঠাত্ ভারি বৃষ্টির কারণে নদীর খরস্রোতে নদী ভাঙ্গন, লক্ষ মানুষের ফসলের জমিসহ বেঁচে থাকার সব অবলম্বন হারিয়ে শহরমুখী হওয়া কিংবা একটা দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে সেচসহ নদী প্রবাহ এবং ভূগর্ভস্থ পানির স্তর ক্ষতিগ্রস্ত হওয়া, উত্তরবঙ্গের বিশাল এলাকা মরুভূমি হতে চলা এই সবই জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। তাছাড়া জানুয়ারি/ফেব্রুয়ারিতে ব্রিটেনের বন্যা, আমেরিকা এবং আশেপাশে সামপ্রতিক বেশ কয়েকটি প্রলয়ংকারী ঘূর্ণিঝড়, লু হাওয়ার কারণে দাবানল, ইতালি ফ্রান্সে ২০০৩ এ প্রায় ৭০ হাজার মানুষ মারা যাওয়া, ২০১০ এ রাশিয়ার দাবানলে হাজার হাজার একর বন ধ্বংস হওয়া এবং তার পরবর্তী প্রভাবে প্রায় ১৫ হাজার মানুষ মারা যাওয়া, বিশ্বব্যাপী খাদ্য উত্পাদন ব্যাহত হওয়া সবই মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিজ্ঞানীরা এখনও বিভিন্ন এলাকার জলবায়ু পরিবর্তনের মধ্যেকার মিল সম্পর্কে কিঞ্চিত্ সন্দিহান। কারণ তাপ বাড়ার প্রভাবে আটলান্টিক হারিকেন, এশিয়ার মৌসুমি বৃষ্টিপাত আর এল নিনোর আচরণ অঞ্চলভেদে কিছুটা ভিন্ন। যদিও বিশ্ব জুড়ে জলবায়ু চরম থেকে চরমভাবাপন্ন হয়ে উঠার বিষয়ে প্রচুর তথ্য উপাত্ত আসছে। সবচেয়ে বড় প্রমাণ হলো তাপ বাড়ার কারণে সারা পৃথিবীতেই আবহাওয়া আগের চেয়ে অনেক বেশি উষ্ণ এবং বাতাসের আর্দ্রতা বেশি। ফলে ঝড়ের তীব্রতা আর ভারি বৃষ্টিপাতের পরিমাণও বেশি। বিশ্বের তাপমাত্রা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি আসলেই বাড়ছে? সামপ্রতিক চরমভাবাপন্ন আবহাওয়ার কারণ কি? এসব প্রশ্নের যথাযথ উত্তর জানা এবং সে বিষয়ে সচেতন হওয়া জরুরি। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একদম উপরের দিকে।
ধনী দেশগুলো ধনী হতে পেরেছে শিল্প-বিপ্লব অর্থাৎ কলকারখানার অর্থনীতি গড়ে তোলার কারণে। কলকারখানা চালাতে গেলে কয়লা ও তেল পোড়াতেই হবে। আর তাই কার্বন ডাই-অক্সাইড বা অঙ্গার অম্ল গ্যাস তৈরি না হয়েই পারে না। কলকারখানার অর্থনীতি বন্ধ করতে হলে ধনী দেশগুলো গরিব হয়েই পড়বে। হাজার হাজার লোক হারাবে তাদের কর্মসংস্থান। যেটা সম্ভব নয়। আমরা জানি, কলকারখানায় প্রতি গ্রাম কার্বন পুড়ে অর্থাৎ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে ৪৪ গ্রাম কার্বন ডাই-অক্সাইড। এই নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। তবে এমন ব্যবস্থার উদ্ভব ঘটানো যেতে পারে, যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সরিয়ে নেয়া সম্ভব হবে। সে চেষ্টা চলেছে।
কার্বন ডাই-অক্সাইড সরিয়ে নেয়া যায়, কিন্তু খরচ পড়ে অনেক। এই পদ্ধতিকে কম ব্যয়বহুল করার চেষ্টা চলেছে। বিজ্ঞান থেমে নেই। কেবল কলকারখানা থেকেই যে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হচ্ছে তা কিন্তু নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ ২৪ ঘণ্টায় ১ কিলোগ্রাম পরিমাণ কার্বন ডাই-অক্সাইড বাতাসে পরিত্যাগ করে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা এবং সাগরে পানির উচ্চতা বাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা৷ ২০০৯ সালে জাতিসংঘের সে সময়কার প্রধান জলবায়ু কর্মকর্তা ইভো ডি বুয়ার বলেছিলেন, বিশ্ব বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে তা ভয়াবহ৷ ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত সে বছরের সম্মেলনেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি বিশ্ব নেতারা৷
তবে সেবার ঠিক হয়েছিল, ২০১৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধে একটি চুক্তি সই করা হবে, যার বাস্তবায়ন শুরু হবে ২০২০ সাল থেকে৷ এর মাধ্যমে বন্যা, দাবদাহ, খরা এবং সাগরের পানির উচ্চতা কমানো সম্ভব হবে৷ আগামী ১১ থেকে ২২ নভেম্বর এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এতে অংশ নেবেন ২০০টি দেশের প্রতিনিধিরা৷
অবশ্য যুক্তরাষ্ট্র কিছুটা হলেও এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে৷ গত বছর যুক্তরাষ্ট্রে কার্বন নির্গমনের হার ১৮ বছরের মধ্যে সবচেয়ে কম ছিল৷ তবে সমস্যা সমাধানে বারবার প্রতিশ্রুতি দিলেও অনেক উন্নত দেশ অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে৷ এছাড়া সেই মন্দা কাটাতে কারখানাগুলোর কাজ বাড়ছে৷ ফলে কার্বন নিঃসরণ আরো বেড়ে যাচ্ছে৷ বৈদ্যুতিক চুল্লি এবং গাড়ির সংখ্যা বাড়াও একটা কারণ৷
জলবায়ু পরিবর্তনের সুফল!
বাকি বিশ্ব থেকে দ্বিগুণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে তাপমাত্রা যে হারে বাড়ছে, আর্কটিক বা সুমেরু অঞ্চলে সেই মাত্রাটা প্রায় দ্বিগুণ৷ এভাবে বরফ গলার কারণে আর্কটিকে যাওয়ার পথ সহজ ও সংক্ষিপ্ত হচ্ছে৷ ফলে সেখানে থাকা সম্পদ আহরণের কাজে সুবিধা হবে৷ তাই খুশি এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী৷
ভারতে দরিদ্র জনগোষ্ঠী কম দামে উচ্চ দূষণ সৃষ্টিকারী কয়লা ব্যবহার করছে৷ ফলে সেদেশে বায়ুদূষণ বাড়ছে৷
‘অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস’গুলোর প্রধান মার্লেন মোসেস জানালেন, যা করা দরকার তা দ্রুত এবং জরুরি ভিত্তিতে করতে হবে৷ এই গ্রুপের সদস্য দেশগুলোর আশংকা সাগরের পানির উচ্চতা বাড়লে দ্বীপ রাষ্ট্রগুলো ডুবে যাবে৷ বৈশ্বিক উষ্ণতার কারণে যেসব গরিব রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেয়ারও আহ্বান জানান তিনি৷
এর আগে ১৯৯৭ সালে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কিয়োটো প্রটোকলের ব্যাপারে জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা একমত হলেও পরে সেটা কার্যকর হয়নি৷ কেননা যুক্তরাষ্ট্র সেটাতে অংশ নেয়নি৷
বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বিশ্বের শতকরা ২ ভাগ লোকের বাস এখানে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে বেশিমাত্রায় তাপমাত্রা ও ভারী বৃষ্টিপাত, কখনও প্রচণ্ড খরা, ক্রমবর্ধমান সংখ্যায় গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন ও অন্যান্য ঝড় পর্যবেক্ষণ করা গেছে। এতে বাংলাদেশ তার আর্থ-সামাজিক অবস্থায় একটা সুষ্পষ্ট চাপ পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশের ভূখণ্ডের উপরিভাগের তাপমাত্রা যদি ক্রমবর্ধমান থাকে, তাহলে বিজ্ঞানীরা ধারণা করছেন, ২০৫০ সালের মধ্যে বঙ্গোপসাগরের গড় উচ্চতা প্রায় ১ মিটার বেড়ে যেতে পারে (সমুদ্রপৃষ্ঠের দক্ষিণ এশীয় আঞ্চলিক মডেল থেকে সম্প্রতি পাওয়া সূত্রানুসারে)। এতে প্রায় ২০ শতাংশ বাসযোগ্য স্থলভূমি স্থায়ী ও অস্থায়ী জল-নিমজ্জনের শিকার হবে এবং ১৫ মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশের মানুষ প্রতিদিন বাতাসে যথেষ্ট কার্বন ডাই-অক্সাইড যোগ করে চলেছে। আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির জন্য কেবল কলকারখানার কথাই ভাবতে চাচ্ছি। কিন্তু বিবেচনা করছি না জনসংখ্যার কথা। ১৯৪৫ সালে ভারতের খ্যাতনামা উদ্ভিদ দেহতত্ত্ববিদ শ্রীরঞ্জন তার ফিজিওলজি বইতে বলেন, বিশ্বে মানুষ প্রতিদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় ৫,০০,০০,০০০ টন (ব্রিটিশ) কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখনকার হিসাব আমার জানা নেই। শ্রীরঞ্জন আরো বলেন, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়া ভালো। কারণ, সবুজ গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে তাদের প্রয়োজনীয় শর্করাজাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করে। তিনি বলেন, তদানীন্তন ভারতে কলকারখানা বাড়লে বাতাসে বাড়বে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা। বাড়বে ফসলের ফলন। তিনি কার্বন ডাই-অক্সাইডকে তার বইতে উল্লেখ করেন বাতাসি সার (Aerial manure) হিসেবে। আমরা এখন জানি, গ্রিন হাউজে টমেটো ও শসা পরিবারভুক্ত সবজি চাষ করার জন্য গ্রিন হাউজের বাতাসে কৃত্রিম উপায়ে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ানো হচ্ছে। আর এ ফলে হতে পারছে সবজির উৎপাদন বৃদ্ধি। খুব বেশি কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি অবশ্য উদ্ভিদের জন্য ক্ষতিকর। গ্রিন হাউজের বাতাসে শতকরা ০.১ ভাগের বেশি কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ানো হয় না। এসব কথা বলতে হচ্ছে এ জন্য যে, আমাদের পত্রপত্রিকার যেসব আলোচনা সাধারণত প্রকাশিত হচ্ছে তা পড়লে মনে হয়, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ানোর জন্য বিশ্ব এগিয়ে চলেছে এক মহাবিপর্যয়েরই পথে। কিন্তু এই মনোভাব আসলে হচ্ছে খুব একদেশদর্শী। ঢাকার পত্রিকা পড়লে মনে হয়, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ানোর জন্য পৃথিবীর তাপমাত্রা এতই বেড়ে যাবে যে, মেরু-মণ্ডলের বরফ গলে বঙ্গোপসাগরের পানির পরিমাণ দ্রুত বেড়ে গিয়ে গোটা বাংলাদেশই হয়ে পড়বে জলমগ্ন।
কিন্তু ঢাকা ডোবার অনেক আগেই ডুববে কলকাতা শহর এবং ভারতের আরো অনেক জায়গা। কিন্তু ভারতের পত্রপত্রিকা জলবায়ু পারিবর্তন নিয়ে এতটা কোলাহল করছে না। যেমন করছেন আমাদের সংবাদপত্রসেবীরা। আমি যখন ছাত্রদের উদ্ভিদবিদ্যা পড়াতাম, তখন যে বইটি বিশেষভাবে ব্যবহার করেছি, তা হলো Strasburger’s Textbook of Botany, Published Longmans, London 1965। এতে বলা হয়েছে, এক লিটার বাতাসে ০.৫ থেকে ০.৬ মিলিগ্রাম পরিমাণ কার্বন ডাই-অক্সাইড থাকে। এক কিউবিক মিটারে থাকে ০.৫ থেকে ০.৬ গ্রাম। অর্থাৎ ০.১৩ থেকে ০.১৬ গ্রাম কার্বন। এখন বাতাসে কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড বেড়েছে তার হিসাব আমার জানা নেই। আর এর ফলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি তার হিসাবও আমার জানা নেই। মনে হয়, এ বিষয়ে এখনো কেউ যথাযথ হিসাব প্রস্তুত করতে সক্ষম হননি। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ খুব বাড়তে না পারার একটা কারণ হলো, কার্বন ডাই-অক্সাইড সমুদ্রের পানিতে দ্রবীভূত হওয়া। সমুদ্রের পানিতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়লে বিভিন্ন শৈবাল বিশেষ করে এককোষী সোনালি শৈবাল পরিমাণে বৃদ্ধি পায়, যা খেয়ে বাঁচে সামুদ্রিক মৎস্যকুল। হতে পারে তাদের বংশ বৃদ্ধি। আর এর ফলে মানুষেরও বাড়ে খাদ্যসংস্থান। কিন্তু আমরা এসব নিয়ে ভাবতে চাচ্ছি না। কেবলই বলছি, বাতাসে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনের কথা। এ ক্ষেত্রেও থেকে যাচ্ছে বেশ কিছুটা আলোচনার ফাঁক।
পৃথিবীর জলবায়ু চিরকাল এক হয়ে থাকেনি। মাঝে মাঝে নেমে এসেছে হিমযুগ (Ice Age)। এ সময় পৃথিবীর বিস্তীর্ণ ভূভাগ ঢাকা পড়েছে বরফের আস্তরণে। বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির ঘটেছে বিলুপ্তি। তারপর আবার ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। হয়েছে হিমযুগের অবসান। কেন এ রকম ঘটতে পেরেছে, তার ব্যাখ্যা এখনো দেয়া সম্ভব হয়নি। তাই জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথাই আসে। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়া ছাড়া অন্য কারণে হতে পারে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রার কম-বেশি।
জিওলজি বইতে Epeirogenic Movement বলে একটি বিষয় আলোচিত হয়ে থাকে। অনেক দেশে সমুদ্রতীরবর্তী অঞ্চলের কোনো কোনো জায়গাকে দেখা যায় ধীরে ধীরে দেবে যেতে। যেখানে এক সময় ছিল ডাঙা, সেখানে সমুদ্রের জলরাশি এসে ভরে যায়, আবার এক সময় দেখা যায় যে, দেবে যাওয়া ভূখণ্ড আবার ধীরে ধীরে উঁচু হচ্ছে এবং ফিরে আসছে আগের অবস্থায়। এর একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যেতে পারে ইতালির নেপলসের কাছের কিছু ভূমির কথা। যা এক সময় দেবে গিয়েছিল, কিন্তু এখন আবার সাবেক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। যেখানে দেখা যায় প্রাচীন বাড়িঘরের ধ্বংসাবশেষ। আমাদের সুন্দরবনের কাছে ভূমিতে এ রকম নামা-ওঠা হয় কি না আমরা তা জানি না। বলা হচ্ছে, সমুদ্রের পানি উঁচু হয়ে সুন্দরবনকে জলমগ্ন করতে চাচ্ছে। আর এটা হতে পারছে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ার কারণে। কিন্তু এটা হতে পারে সুন্দরবনের কিছু অংশ ধীরে ধীরে অবনমিত হওয়ার কারণেও। এটা একটা Epeirogenic Movement -এর দৃষ্টান্ত মাত্র।
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আসলেই বাড়ছে। যদিও পরিবর্তনশীল ভূ-প্রাকৃতিক অবস্থান, স্থানীয় আবহাওয়া, সমুদ্র স্রোত এবং ঝড় বাদলের রকমফেরের কারণে এই বৃদ্ধির পরিমাণ স্থানভেদে কিছুটা ভিন্ন। এর বাইরে গড়ে প্রতি দশ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে ৩.৩ সেমি করে। যা গত শতাব্দীর দ্বিতীয় দশকের চেয়ে দ্বিগুণ। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সুস্পষ্ট প্রমাণ। উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী করা হয় বাতাসে কার্বনডাইঅক্সাইড বেড়ে যাওয়াকে। কারণ কার্বনডাইঅক্সাইড তাপ ধরে রাখে। ফলশ্রুতিতে সূর্য থেকে পৃথিবীতে আসা তাপের একটা অংশ আটকা পড়ে যায় এবং ধীরে-ধীরে পৃথিবীর তাপ বেড়ে চলে। বৈশ্বিক তাপমাত্রা খুব সামান্য হেরফের হলেই তার প্রভাব ব্যাপক। গত শতাব্দীর শুরুতে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা শেষ পর্যন্ত প্রায় ১৫ ডিগ্রিতে গিয়ে পৌঁছে। তাপবৃদ্ধির এই হার চালু থাকলে IPCC (Inter Govemental Panel on Climate Change) এর মতে চলতি শতাব্দীর শেষ নাগাদ এই তাপ আরও ১.৫ থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বেড়ে যাওয়া কার্বন ডাই অক্সাইডের ৯১ ভাগ আসে বিদ্যুত্ উত্পাদন এবং পরিবহনের কাজে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় তা থেকে বাকি ৯ ভাগের উত্স আবাসন, শিল্প এবং কৃষি জমি বাড়ানোর জন্য ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস। তাপ বৃদ্ধির পরিমাণের উল্লেখিত অনিশ্চয়তা দুটি কারণে। প্রথমত ব্যাপক হারে কার্বন নির্গমনকারী রাষ্ট্র যেমন আমেরিকা, কানাডা, চীন, ভারত, কোরিয়াসহ আরো যে সব দেশ আছে তাদের এই নির্গমন ঠেকানোর সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। দ্বিতীয়ত আবহাওয়া বিজ্ঞানের কিছু কিছু বিষয় গবেষকদের কাছে এখনও অস্পষ্ট। একই সাথে উষ্ণতা বৃদ্ধির কারণে ঠিক কি কি প্রভাব পড়বে তাও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কার্বন বৃদ্ধির পরিমাণে কম বেশির উপর অনেক কিছু নির্ভর করছে। উষ্ণতার সামান্য বৃদ্ধির কারণে স্থানীয় জীবনযাত্রায় অসুবিধা তৈরি হবে, জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়বে কিন্তু উষ্ণতার ব্যাপক বৃদ্ধি পৃথিবীর বেশিরভাগ অংশের জলবায়ু পুরোপুরি বদলে দিবে, পরিবেশ, কৃষি, অর্থনীতি ধ্বংস হয়ে শত কোটি মানুষের জীবন বিপন্ন হবে। আফ্রিকার দক্ষিণ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিশাল অংশ স্থায়ী খরায় পতিত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তার সাথে পানির তলায় ডুবে গিয়ে বাংলাদেশ, মালদ্বীপসহ বেশিরভাগ সমুদ্র উপকূলবর্তী এলাকা তাদের উল্লেখযোগ্য পরিমাণ ভূমি হারাবে এবং কিছু কিছু দ্বীপ রাষ্ট্র সম্পূর্ণ ডুবে যাবে। পুরো ছবিটি জটিল, কারণ—গত শতকে পরপর তিন দশক দ্রুত গতিতে তাপ বাড়ার পর ১৯৯৮ সাল থেকে এই বৃদ্ধির প্রক্রিয়ায় ভাটা পড়েছে। বিজ্ঞানীদের ধারণা বাড়তি তাপ সমুদ্রে পানি শুষে নিচ্ছে। যদি তাই হয় তাহলে প্রাকৃতিক ভাবেই এই তাপ আবার জলবায়ুতে ফেরত আসবে এবং খুব সম্ভবত ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ আক্রমণ আবার দেখা যাবে।
উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে দুইভাবে। প্রথমত তাপের কারণে পানির আয়তন বৃদ্ধি পায়, দ্বিতীয়ত মেরু অঞ্চলের জমাট বরফ, গ্লেসিয়ার কিংবা কিছু কিছু বিশাল আকৃতির ভাসমান বরফের চাঁই পুরোপুরি গলে গিয়ে সমুদ্রের পানি বাড়িয়ে তোলে ব্যাপক পরিমাণে। আরেকটি উত্স থেকে এই পানি বাড়ছে। তা হলো কৃষি এবং নগরের প্রয়োজনে ব্যাপক পরিমাণে যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে তা শেষ পর্যন্ত সাগরেই যায়। এর পরিমাণ নেহায়েত কম নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তা গ্রিনল্যান্ড এবং এন্টার্কটিকার জমাট বরফ নিয়ে। গ্রিনল্যান্ডের জমে থাকা বরফ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াতে পারে ৬ মিটার। যা গত দশকে তার আগের দশকের চেয়ে ৬ গুণ বেশি গতিতে গলছে। এন্টার্কটিকার মোট বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা বাড়বে ৫০ মিটার। সেটাও গলছে ৫ গুণ বেশি গতিতে। বিশেষ করে পশ্চিম এন্টার্কটিকার বরফের অবস্থা খুবই অস্থির। সেখানকার বরফের আচ্ছাদনটি বেশ অনেকগুলো ডুবো পাহাড়ের চূড়ার সাথে আটকে আছে এবং নিচ দিয়ে তুলনামূলক উষ্ণপানি প্রবাহিত হচ্ছে। সম্ভাব্য ব্যতিক্রম ছাড়া এই বরফের আচ্ছাদন পুরোপুরি গলতে ১০০ বছরের মত লাগবে। যদি কোন কারণে ডুবো পাহাড়ের আটকে পড়া অবস্থান থেকে এইসব বরফের তলদেশ গলে যায় এবং সেগুলো ভেসে গিয়ে সাগরের অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় চলে আসে তাহলে সেখান থেকে ফেরত যাওয়ার আর কোন রাস্তা নেই। গলনের সেই পর্যায় রোধ করা আমাদের অস্তিত্বের জন্য জরুরি। প্রাপ্ত তথ্য মতে, IPCC ঘোষণা দিয়েছে যে এই শতাব্দীতে নিশ্চিতভাবেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়ছে এবং বিভিন্ন অঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যার পরিমাণও বাড়বে।
বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ছে আর তার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, এ কথা বলেছিলেন উন্নত দেশগুলোর বিজ্ঞানীরাই, আমরা নই। কিন্তু এখন তারা আর এ বিষয় নিয়ে সরব নন। সরব হয়ে উঠেছি আমরা। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে অনুন্নত দেশকেও গড়তে হবে কিছু না কিছু কলকারখানার অর্থনীতি। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীতে মহাদুর্যোগ নেমে আসবে, এই ভয়ে আমরা আমাদের দেশে কলকারখানার অর্থনীতি গড়া স্থগিত রাখতে পারি না।
কিছু কিছু জলবায়ু মডেলের মতে এই শতাব্দীর শেষের দিকে আমাদের জন্য আরও ভয়াবহ এক ঝুঁকি অপেক্ষা করছে। উষ্ণতা বৃদ্ধির কারণে প্রকৃতিতে জমে থাকা সকল গ্রিনহাউস গ্যাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে। আমাজন বন পুরোপুরি শুকিয়ে জ্বলে যাবে, আর্কটিকের বেশিরভাগ পারমাফ্রস্ট ২১০০ সাল নাগাদ পুরোপুরি গলে তার নিচে জমে থাকা জমাট মিথেন বাতাসে মিশে যাবে। যার প্রভাবে বিলিয়ন বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড বাতাসে যোগ হয়ে তাপ বৃদ্ধির গতি আরও বাড়িয়ে তুলবে।
২০ শতাংশ বাসযোগ্য স্থলভূমি স্থায়ী ও অস্থায়ী জল-নিমজ্জনের শিকার হবে
মানুষের কর্মকাণ্ডে প্রভাবিত জলবায়ু পরিবর্তন মানুষকেই ঠেকাতে হবে। ইউএনএফসিসিসি-এর কিউটো প্রটোকলের সমাধান দিয়েছে– পৃথিবীর শিল্পোন্নত ধনী দেশগুলোই যেহেতু জলবায়ুর এই পরিবর্তনের জন্য মূলত দায়ী, তাদেরকেই এই পরিবর্তন ঠেকানোর দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যেভাবে ইতোমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে, তাতে জলবায়ু পরিবর্তন ঠেকানোর চেয়ে এই পরিবর্তনে মানিয়ে চলাটাই অগ্রগণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
কিন্তু পাশাপাশি জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজটি করেই যেতে হবে। কারণ এই পরিবর্তন যদি অব্যাহতভাবে চলতেই থাকে, তাহলে এই পরিবর্তনে বিপর্যস্ত সম্প্রদায়, জৈবিক, অজৈবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ্যসীমা অতিক্রম করবে, যখন সবকিছু ভেঙে পড়তে বাধ্য। এই সময়ে আমাদের কর্তব্য কি? নিজেদের দেশে আরও বেশি করে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র, পরিবহন ব্যবস্থা আমদানি করা নাকি নিজেরা পরিবেশবান্ধব জ্বালানি, বিদ্যুত্ উত্পাদন এবং পরিবহন ব্যবস্থা চালু করে একই সাথে IPCC দেয়া সীমার মধ্যে যাতে বাকি দেশগুলো কার্বন নির্গমন কমিয়ে বিশ্বের তাপমাত্রা স্থিতিশীল রাখে সে বিষয়ে চাপ দেয়া? কারণ পরিবেশের উপর এই অনাচারের ফল শেষ বিচারে জীবদ্দশায় আমাদের এবং ভবিষ্যত্ প্রজন্মকেই ভোগ করতে হবে।
লেখক : ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য ঝালকাঠি জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য, সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা পরিষদের সিনিয়র সহ সভাপতি, শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট’র প্রতিষ্ঠিতা এবং চার্টাড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভের মেম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *