টঙ্গীতে পোষাক কর্মী গণ ধর্ষণ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

10309375_1443928932533070_3386222767824192991_n

ষ্টাফ করেসপনডেন্ট

গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গী থানার দেওড়াস্থ কাঁঠালদিয়া এলাকায় এক নারী পোষাক কর্মী (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গী থানার সহকারি উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টায় হামিম গ্রুপের সিসিএল কারখানার ওই নারী পোষাক কর্মী ছুটির পর বাসায় ফেরার পথে সাবেক কমিশনার সেলিম মিয়ার বাড়ির পেছনে তুরাগ নদের তীরে তিন বখাটের খপ্পরে পড়েন। এ সময় কাঁঠালদিয়া এলাকার জনৈক ইমান আলীর বখাটে ছেলে রুবেলসহ (৩১) অজ্ঞাত আরো দুই যূবক তাকে জোর পূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে সটকে পড়ে। পরে তার আর্তচিৎকারে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে পাঠায়। ঘটনার আড়ালে অন্য বিষয় রয়েছে বলে সন্দেহ পোষন করে টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, স্পর্শ কাতর এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় একটি মামলা নং ৩৪ দায়ের করা হয়েছে।

টঙ্গী থানার পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রুবেলের বাড়িতে দুই দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। রুবেলের বাবা ইমান আলী জানিয়েছেন, রাত থেকেই তার ছেলে বাসায় ফেরেনি। রুবেল খুবই উচ্ছৃঙ্খল জীবন যাপন করে বলেও পুলিশকে জানিয়েছেন তার বাবা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *