বিদ্রোহীদের ২৪ ঘণ্টা সময়

Slider রাজনীতি

 

2015_12_04_22_15_28_nUh9UWK7ToVIlYDOdUP9FnU2kaL0bH_800xauto

 

 

 

 

ঢাকা : আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে যারা মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন তাদের শেষ সুযোগ হিসেবে এই সময়সীমা বেঁধে দিল ক্ষমতাসীন দলটি। তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। কঠোর শাস্তি মানে দল থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

দলের দপ্তর সম্পাদক  ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  যারা ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করবে না তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।  বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- এ মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আগামীকাল বৃহস্পতিবার বিদ্রোহীদের ঠিকানায় পাঠানো হবে বলে জানা গেছে।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *