৮ জিবি র‌্যামের ফোন

তথ্যপ্রযুক্তি

2015_12_06_19_12_20_8pXa88jMQQ9M1DEdH9TKXWUloCRXAp_original

 

 

 

 

ঢাকা: মাইক্রোসফটের সারফেস বুক এবং অ্যাপলের আইপ্যাড প্রো’কে টেক্কা দিতে বাজারে আসছে সিঙ্কফোন। এই ফোনটি কনফিগারেশন এতই শক্তিশালী যে কম্পিউটারকেও হার মানাবে। এতে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

সিঙ্গফোন বাজারে আনছে নার্ভ টেকনোলজি। এটি মূলত একটি গবেষণাকারী সংস্থা। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত স্মার্টফোনটি হবে ল্যাপটপ এবং ট্যাবের চেয়েও ছোট। ফোনটি বাজারে আনার জন্য প্রতিষ্ঠানটি প্রচারণা শুরু করেছে।

সিঙ্কফোনে থাকছে ৫.৪ ইঞ্চির ডিসপ্লে। এটির প্রসেসর হবে ৬৪ বিটের ইন্টেল প্রসেসর। ফোনটি তিনটি ভার্সনে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড, এস এবং প্রো ভার্সন ৮ , ১২ এবং ২০ রিয়ার ক্যামেরা ভার্সনে বাজারে মিলবে। তিনটি ভার্সনে র‌্যামও হবে ভিন্ন ভিন্ন। ২, ৪ এবং ৮ জিবি র‌্যামের ভার্সনের ফোনটিতে থাকছে ৩২, ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি।

এই তিনটি ভার্সনের ফোনটির দাম হবে ২৮০ ডলার থেকে শুরু। মধ্যম ঘরানার ফোনটির দাম হব ৩৯০ ডলার। শেষেরটির দাম ৭০০ ডলার।

খুব শিগগিরই ফোনটি বাজারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *