মুঠোফোন বিস্ফোরণ: প্রাণ গেলো তরুণীর!

Slider তথ্যপ্রযুক্তি

124303mobileভারতে মুঠোফোন বিস্ফোরণে এক তরুণী মারা গেছেন। দেশটির ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে এ ঘটনা ঘটেছে। তরুণী নাম   উমা ওরাম(১৮)।

জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা মুঠোফোনে কল করতে গিয়ে দেখেন, তাতে চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে।

এতো পুরাতন মডেলের একটি ফোন কী কারণে বিস্ফোরিত হলো তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে।

প্রসঙ্গত, এর আগেও বিশ্বের অনেকস্থানে মুঠোফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *