জামালপুর: জামালপুর সদর উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখামুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশাটি ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ার বাংলানিউজকে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।