বিদ্রোহী প্রার্থী হলে শাস্তির হুঁশিয়ারি

Slider রাজনীতি
al_logo_SM_1_647995947
দলীয় মনোনয়ন ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা পৌর নির্বাচনে প্রার্থী হবে না বলে আশা করছে দলটি। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে।
মনোনয়নের চিঠি নেয়া যায় লোক পাঠিয়েও। তবে বেশিরভাগ প্রার্থীই এসেছেন নিজে। দলের ধানমণ্ডির কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দের অনুমোদনপত্র নিয়েছেন নিজ হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রটি নির্বাচন কমিশনে জমা দেবেন তারা।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ।
নৌকা প্রতীক পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। আর দলের সমর্থন পা পাওয়ায় হতাশ বঞ্চিতরা।
মনোনয়ন বঞ্চিতরা নানা অভিযোগ করলেও এসব অভিযোগ মানছে না কেন্দ্র। দলের সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
যাদের প্রার্থী করা হয়েছে এবং যারা মনোনয়ন পাননি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বানও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *