উমরাহ পালন করলেন খালেদা-তারেক

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

khaleda_tareq umrah
আমিন মোহাম্মদ
সৌদি আরব ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
মক্কাঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র উমরাহ হজ্ব পালন করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে নব নির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে সফর সঙ্গীদের নিয়ে তাওয়াফ শুরু করে রাত ৩টার দিকে উমরাহ পালন সম্পন্ন করেন খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া এরাবিয়াতে (ট্রলি) করে তাওয়াফ এবং সাফওয়া মারওয়া সাঈ করলেও পায়ে হেটেই তাওয়াফ এবং সাঈ করেন তারেক রহমান।

নিরাপত্তার কারণে ঢাকা থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাংবাদিক এবং নেতাকর্মীদের মাতাফে (তাওয়াফের স্থান) প্রবেশ করতে এবং ছবি তুলতে দেয়া হয়নি।

উমরাহ’র আনুষ্ঠানিকতা সেরে বেগম খালেদা, তারেক রহমান এবং তাদের সফরসঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের পর সৌদি রয়েল প্যালেসের উদ্দেশ্যে যাত্রা করেন।

দেশের ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসাবে সেখানেই তারা অবস্থান করবে বলে জানিয়েছেন বিএনপির একটি সুত্র।

খালেদা জিয়া, তারেক রহমান, তাদের সফরসঙ্গীদের ছাড়াও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ নুরু, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, শহীদুল ইসলাম নান্নু, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,মক্কা মহানগর বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠুসহ স্বল্প সখ্যক স্থানীয় নেতারা এসময় তাদের সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *