ফ্লেক্সি করলেই বিএনপির আন্দোলনে নামবেন না : মায়া

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি

56411_Maya
গ্রাম বাংলা ডেস্ক: মোবাইলে দেড়শ’-দুইশ’ টাকা ফ্লেক্সি করলেই বিএনপি আন্দোলনে ব্যর্থ হবে বলে মনে করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। আজান দিয়ে আন্দোলন হয় না। আমরা আজান দিয়ে আন্দোলন করি না। বিএনপি যেসব নেতাকর্মীদের দিয়ে আন্দোলন করার কথা বলছে তাদের মোবাইলে ১৫০ থেকে ২০০ টাকা ফ্লেক্সি করলেই তারা আর আন্দোলনে নামবেন না, এটাই যথেষ্ট। ফলে তাদের আন্দোলনও ব্যর্থ হবে।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা জনতালীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মায়া বলেন, ঈদের পরে যারা আন্দোলন করবে আমরাও তাদের দেখার জন্য বসে আছি। আন্দোলন দেখার জন্য অপোয় আছি। আমাদের নেতারা সবাই পরীতি। কে ঢাকার কোন এলাকায় নেতৃত্ব দেবেন তা আগেই সেট করা আছে। আমাদের কর্মীদের নির্দেশ দিতে হয় না। আমাদের কর্মীরা জানে, কোন জায়গায় কী করতে হয়। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
ত্রাণমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের হুমকি শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। এবার সত্যিকারের আন্দোলন করলে বিএনপিকে স্বাগত জানাবো। উনারা যেভাবে চায় সেভাবেই তাদের জবাব দেব। তিনি বলেন, একটি দলের এত পরিমাণ বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও শেখ হাসিনার সফলতা বিস্ময়কর। বিশ্ববাসীর কাছে তিনি মডেল। সবাই অবাক হয়ে দেখছে তিনি কীভাবে দেশ চালাচ্ছেন। অথচ একটি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে পাড়া দেয়ার আগেই বললেন, ৫ জানুয়ারির নির্বাচন ত্রুটিযুক্ত। নির্বাচনের সময় তিনি কোথায় ছিলেন। আপনি আসেন, আমরা আপনাকে স্বাগত জানাই। আমরা চাই আপনি বলেন- যাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমরা নাই। বাইরে থেকে ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নাই। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এদেশের অগ্রগতি ও গণতন্ত্র নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সমাবেশ ও ওমরাহ পালনের নামেও ষড়যন্ত্র করা হচ্ছে। ঈদের পর কীভাবে কুরআন শরীফ আগুনে পোড়ানো যায়, মসজিদে আগুন দেয়া যায়, বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে মানুষ মারা যায় তার ছক আঁকা হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *