তিউনিসিয়ায় বাস হামলায় নিহত ১১

Slider সারাবিশ্ব

1448427114

 

 

 

 

তিউনিসিয়ায় রাজধানী তিউনিসে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১১ নিহত হয়েছে।

প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলে ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। স্থানীয় সাংবাদিক আইমান আবদেররহমান আল জাজিরা বলেন, বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্য এলাকাটি ঘিরে রেখেছে।তিনি বলেন, শহরের কেন্দ্রস্থলের এ জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর লোকজনের সমাগম থাকে। পাশেই আবাসিক এলাকা। ঘটনার পর লোকজন খুব চিৎকার করছে। কারণ এরকম এলাকায় এই প্রথম বোমা হামলার ঘটনা ঘটল।

তবে কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এর দায়ও স্বীকার করেনি কেউএর আগেও দেশটিতে চলতি বছর দুটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছিল। জুনে সমুদ্রসৈকতের একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ৩৫ বিদেশি পর্যটক নিহত হয়। মার্চে অপর হামলায় বার্দো জাদুঘরে ২১ পর্যটক নিহত হয়। উভয় হামলার দায় স্বীকার করেছিল ইসলামী স্টেট (আইএস)।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *