ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরায় মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপি বিবৃতি দিয়েছে তারা নাকি দেশে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রকৃতপক্ষে খালেদা ফিরে আসাতে দেশের মানুষই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
‘শুনেছি তিনি (খালেদা জিয়া) নাকি লন্ডনে অনেক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দেশ নিয়ে আবার কোন ষড়যন্ত্র করেছেনতিনি?,’ বিএনপির প্রতি প্রশ্ন করেন তিনি।
সাবেক মন্ত্রী ড. হাছান বলেন, ‘ খালেদা জিয়া দেশে আবারও আন্দোলনের নামে পেট্রোল বোমার রাজনীতি শুরু করবেন কি-না এসব নিয়ে জনগণ শঙ্কায় আছে।’