ইহুদিদের সাথে বিএনপির সম্পর্ক থাকতে পারে : হাছান মাহমুদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

image_133215
গ্রাম বাংলা ডেস্ক:  ইসরাইলের ইহুদিদের সাথে বিএনপির সম্পর্ক থাকতে পারে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গাজায় হামলা নিয়ে সরকার, আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ১৪ দল থেকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোটে অনেক ইসলামি দল থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে বিবৃতি প্রদানের মধ্যেই তারা সীমাবদ্ধ।
রোববার সকালে জাতীয় গণগ্রন্থাগারে বাংলাদেশ নাগরিক সেবা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজি সেলিম, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
ড. হাছান বলেন, বিএনপি-জামায়াত শুধু মুখেই ইসলামের কথা বলে। তাই দেশবাসী নয় সকল মুসলমানদের এই  বর্ণচোরাদের প্রতিহত করা উচিত। এ সময় তিনি দেশ-বিদেশের সকল শান্তিকামি মানুষকে ইসরাইলি  বাহিনীর এ আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এদিকে বিএনপির ঢাকা মহানগর কমিটিতে জামায়াত বলয়ের লোকদের স্থান দেয়া হয়েছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ঈদের পর আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। এজন্য নাকি তাদের মহানগর কমিটি ঢেলে সাজানো হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের কমিটি থেকে বাদ দিয়ে কমিটিতে জামায়াত বলয়ভুক্ত নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।
দুপুরে জাতীয় প্রেসকাবের কনফারেঞ্জ লাউঞ্জে পৃথক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সমুদ্রসীমা জয় ও গাজায় ইসরাঈলের হামলা’র প্রতিবাদে মুজিব সেনা ঐক্যলীগ এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন প্রমুখ।
কামরুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলন করার মত ক্ষমতা নেই। মহানগরের নতুন কমিটিও আন্দোলন করতে পারবে না। এদেরকে দায়িত্ব দেয়া হয়েছে সন্ত্রাস করার জন্য। আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলে ওমরাহ হজ্জ্বের নামে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার জন্য একত্রিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ইসরাইলে গণহত্যার নিন্দা জানিয়ে এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের ইসলামী ও মানবাধিকার সংগঠনগুলো এ ব্যাপারে কোনও প্রতিবাদ জানাচ্ছে না। কারণ ইসরাঈলের মুরুব্বি যারা, তাদেরও মুরুব্বি তারা। আমি ওইসব মানবাধিকার সংস্থার এমন নীরবতার নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *