শিশুদের আজ ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

Slider জাতীয় সারাদেশ

untitled-15_173429

 

 

 

 

 

সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ছয় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ক্যাম্পেইনের আওতায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে প্রায় দুই কোটি ১৪ লাখ শিশুকে এ ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল

খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে শিশুরাই দেশের ভবিষ্যৎ; তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে পারলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।’
রাষ্ট্রপতি বলেন, ‘তাই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যদেরও নিয়ে আসতে উৎসাহিত করুন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর, ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *