রাকিবুল হাসান নুর ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়।
পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, আব্দুল মমিন বাবুল ও মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং মোনাজাত করা হয়।