আমরণ অনশনে ননএমপিও শিক্ষকদের মুখে কালো কাপড়

Slider শিক্ষা

 

 

97539_taslima-nasreen1.jpg

 

 

 

 

ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

বুধবার (১১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে দাবির পক্ষে অবস্থান নেন তারা।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ অনশন কর্মসূচির ১৩তম দিন চলছে। এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এমপিও করা হবে বলে ২০১০ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়ে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ প্রতিবাদী অনশন চলবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠটির সভাপতি অধ্যাপক এছাবত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডু, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *