সরকার চাইলে বিরোধী নেতাকর্মীরা কারাগারে হাজির হবে

Slider রাজনীতি

 

 

2015_10_24_19_21_35_9ppl5BumN2RCTum8Yw66J4JCrjtvBT_original

 

 

 

 

ঢাকা: সুপ্রিমকোর্ট বারের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যদি মনে করে সব বিরোধীদল কারাগারে গিয়ে হাজির হবে।

মঙ্গলবার দুপুরে এই আইনজীবী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আদালতকে ব্যবহার করে সরকার ও পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। সরকার যদি মনে করে দেশে বিরোধী দল থাকবে না, সবাইকে কারাগারে রাখবে, তাহলে ঢালাওভাবে আদেশ দিলে দেশের সব বিরোধী নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবেন।’

মাহবুব আরো বলেন, ‘গাজীপুর সিটি কপোরেশনের মেয়র এম এ মান্নানকে একটি মামলায় গত জানুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাকে জামিন নেয়ার পর এ পর্যন্ত ১৬টি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে জামিন নেয়ার পর তিনি মুক্তি পাবেন বলে আশা করেন মাহবুব। কিন্তু মুক্তি পাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সরকার যদি মনে করে তাকে মুক্তি না দিয়ে কারাগারে রাখবে, তাহলে আগেই ঢালাও ভাবে আদেশ দিয়ে দিতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *