শাহজালালে ১৪ কেজি সোনাসহ বিমান জব্দ

Slider জাতীয়

 

airport_SM_582404966

 

 

 

 

ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনার বার জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগ। একই সঙ্গে ওই বিমানটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের পাঠানো এসএমএসের মাধ্যমে এ তথ্য জানা যায়।

এসএমএসে জানানো হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টা ১৬ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে। বারগুলো ছিল সিট কভারের নিচে।

কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রিয়াদুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজের ১০-১২টি সিট কভারের নিচ থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *