প্
রথম ওয়ানডেতে শেষ সময়ে জনসন চার্লসের এক মারাত্মক ভুলের খেসারত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কাকে নাটকীয় জয় এনে দিয়েছেন অজন্তা মেন্ডিস।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৫তম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৬ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টির আগে সুরঙ্গা লাকমল ২৪ রানে ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচার, চার্লস ও মারলন স্যামুয়েলসকে। এদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ড্যারেন ব্রাভোর সাবধানী ৩৮ এবং দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলের দুটি ছোট্ট কিন্তু বিস্ফোরক ইনিংসে লড়াই পুঁজি গড়ে অতিথিরা। সর্বোচ্চ ৪১ রান করা রাসেলের ২৪ বলের ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা ও চারে।
অধিনায়ক হোল্ডার খেলেন ৩৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। তার ১৩ বলের ইনিংসটি গড়া দুটি চার ও তিনটি ছক্কায়।
১৫ রানে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার লাকমল।
জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৬৩ রান। ৭ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা তিলকারত্নে দিলশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। এক সময়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০৪ রান।
কার্লোস ব্রেথওয়েইটের বলে দিলশান (৫৯) দিনেশ রামদিনের গ্লাভস বন্দি হলে বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। দিলশানের ৩২ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।থিতু হয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায় স্বাগতিকদের ওপর চাপ আরও বাড়ায়। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন সুনিল নারাইন। ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো ম্যাচে এক ওভারে মিলিন্দা সিরিবর্ধনে এবং দুই অভিষিক্ত দানুশকা গুনাথিলাকা ও শেহান জয়াসুরিয়াকে ফেরান এই অফ স্পিনার।
২৪তম ওভারে পরপর দুই বলে সচিত্রা সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গাকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের খুব কাছে নিয়ে যান জোনাথন কার্টার।
২৫তম ওভারটি করতে আসেন চার্লস। প্রথম চার বলে একটি ওয়াইডসহ তিন রান দেন তিনি। পঞ্চম বলে করে বসেন মারাত্মক এক ভুল, হয়ে যায় ‘নো’ বল। সুযোগ দুই হাতে কাজে লাগান ক্যারিয়ার সেরা ব্যাটিং করা মেন্ডিস। সেই বলে দুই রান নেওয়ার পর ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন তিনি। শেষ পর্যন্ত ২১ রানে অপরাজিত থাকেন মেন্ডিস।
২১ রানে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার নারাইন। এছাড়া কার্টার ও ব্রেথওয়েইট দুটি করে উইকেট নেন।