গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রফিকুল নিহত হয়েছে। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত করাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। র্যাব-১ সূত্র জানায়, গতরাত ২টায় অপরাধমূলক কর্মকান্ড করতে নগরের ন্যাশনাল পার্কের পাশের কুমারখাদা এলাকায় অবস্থান নিচ্ছিল সন্ত্রাসী রফিকুল ও তার বাহনীর লোকজন। এসময় র্যাবের টহল টিমের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছোড়ে র্যাব। এতে গুলিবিদ্ধ হয়ে রফিক ঘটনাস্থলে পড়ে থাকলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ রফিকুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।