অনশনে অসুস্থ অনেক শিক্ষক

Slider জাতীয়
97539_taslima-nasreen1.jpg
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলনে থাকা শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অনশনের তৃতীয় দিন পার করেন। অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের মধ্যে ছয়জনকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং ৪৪ জনকে অন্য চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে তিনজন রাজধানীর গণস্বাস্থ্যনগর কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’-এর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের ভ্রাম্যমাণ ক্লিনিকে কর্তব্যরত অধ্যাপক ডা. শওকত আরমান সমকালকে বলেন, অসুস্থ শিক্ষকদের কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়েছে। কাউকে শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
গতকাল রোববার অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণমোর্চার প্রধান সমন্বয়ক সাইফুল হক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি হানিফ উল্যাহ প্রমুখ। সোমবার যথারীতি অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত ২৬ অক্টোবর থেকে শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা। গত শুক্রবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন শতাধিক শিক্ষক-কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *