শেখ হাসিনা বাঙালিকে বিশ্বসভায় মর্যাদার আসনে নিয়েছেন: যুবলীগ চেয়ারম্যান

Slider রাজনীতি
uuu_170362
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ার‌ম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড এবং একটি পতাকা আর রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বাঙালি জাতিকে বিশ্বসভায় মর্যাদার আসন নিয়েছেন। দূরদর্শিতা, প্রজ্ঞা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি অর্জন করেছেন ৩৭টি আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার।’
বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করেছিল আজ তারাই বাংলাদেশকে ‘ইমার্জিং টাইগার’ বলে আখ্যায়িত করছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও উন্নয়ন কর্মকাণ্ডে আজ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশে এখন আর খাদ্যের অভাব নেই। মানুষ শান্তিতে বসবাস করছে। সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এখন ভারতসহ বিশ্বের অন্যান্য নিম্ন মধ্যম আয়ের দেশকে ছাড়িয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে।’
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজনীতি হলো সমঝোতার শিল্প। আর সংগঠন মানে আন্দোলন। আন্দোলন-সংগঠন, সংগঠন-আন্দোলন বা কর্মসূচি। বিরোধী দলে থাকলে দাবি আদায়ের লক্ষে রাজপথে মিছিল করতে হবে আর সরকারি দলে থাকলে কর্মসূচি। কর্মসূচি বা আন্দোলন ছাড়া সংগঠন একটি বিনোদনমূলক ক্লাবে পরিণত হয়। একে অপরের বিরুদ্ধাচারণ করা ছাড়া কাজ থাকে না। তাই শুধু যুবলীগ কর্মীদের মিছিল-মিটিং সীমাবদ্ধ না থেকে জ্ঞানচর্চা করতে হবে। একটি আলোকিত দেশ বিনির্মাণে যুবসমাজকে কাজ করতে হবে।’
তিন দিনের এই প্রদশর্নী শেষ হবে আগামীকাল শুক্রবার।  একাধিক মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যুবলীগের এমন আয়োজনের প্রশংসা করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি রাজধানীর পাশাপাশি সারাদেশে প্রদর্শনীটি করার জন্য পরামর্শ দেন। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সংবাদচিত্র প্রদশর্নটি।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবনেতা আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, কাজী আনিসুর রহমান, শহিদুল হক রাসেল, আবু জাফর, রফিকুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন তসলিম, হেলাল আকবর চৌধুরী বাবর, রবিউল আলম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দেবাশীষ পাল দেবু,  মনিরুল ইসলাম হাওলাদার, এস এম আতাহার জামাল, মারুফুল ইসলাম বিপ্লব, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহরুল ইসলাম, চ্যানেল-৭১ ব্যুরো চিফ মাঈনুদ্দিন দুলাল, চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *