টঙ্গীতে ওয়াশিং কারখানার ব্যবসা নিয়ে ছত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

Slider গ্রাম বাংলা


ছবি(টঙ্গীতে ছত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে অস্ত্র হাতে যুবদল নেতা দেলোয়ার হোসেনকে দেখা যাচ্ছে)

গাজীপুর: টঙ্গীর মিরাশপাড়ায় ঢাকা ওয়াশিং ্ইউনিট-২ নামের পোশাক কারখানার ওয়াশিং কাজের নিয়ন্ত্রণ নিতে ছাত্র দল ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার(২৫ জুন) সন্ধ্যার পর টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানায় দায়েরকৃত অভিযোগের বাদী ভুক্তভোগী মো: আবদুল কুদ্দুছ ও স্থানীয় সুত্র জানায়, ৫ই আগষ্টের পর থেকে আমি এবং যুবদল নেতা সাকিল টঙ্গী নদী বন্দর এলাকার ঢাকা ওয়াশিং ইউনিট-২ এর একটি অংশের ওয়াশিংয়ের কাজ সাব কন্ট্রাকে করে আসছি। বুধবার সকালে ছাত্রদল নেতা আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ওয়াশিং প্ল্যান্টে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে দেয় এবং তারা সাব কন্টাক্ট কাজ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে হুমকি-ধমকি দেয়। দিনব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একাধিকবার কারখানায় প্রবেশ করে বিবদমান দুই পক্ষ শ্রমিকদের বের করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টায় আকাশের নেতৃত্ব ৪০ থেকে ৫০ লোক নিজেদের আধিপত্য বিস্তার করতে এলাকায় মহড়া দেয় ও প্রতিপক্ষের একটি গ্রুপ যুবদল নেতা দেলোয়ারে নেতৃত্বে আকাশ গ্রুপকে ধাওয়া দেয় এসময় ৩ রাউন্ড ফাঁকা গুলির শব্দ হয় বলে এলাকাবাসী জানায়। এতে আশেপাশের অধিবাসীরা আতংকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

এ বিষয়ে তারেক রহমান আকাশ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দেলোয়ার হোসেন দেলু তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অত:পর দুই পক্ষ এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে। গুলির বিষয়ে তিনি বলেন, নানা মানুষ নানা কথা বলছে। তদন্তের পর বলা যাবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *