গাজীপুর: গাজীপুর মহানগর ছাত্র দল এক বিবৃতিতে অভিযোগ করেছে, তাদের সভাপতির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছেন।
আজ বুধবার (২৫ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিরন সাংবাদিকদের ডেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব কথা বলেন।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে দেশ জাতির সেবায় নিবেদিত। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হয়ে আসছে। পতিত আওয়ামীলীগ সরকার বিদেশে থেকে বাংলাদেশকে অশান্ত করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি কুচক্রী মহল গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভুয়া ভিডিও ও তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করছে । আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি! গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটিকে ঘিরে ছাত্রলীগ ও আওয়ামীলীগ সরকারের মদদপুষ্ট কতিপয় অসাধু ব্যাক্তির প্রোরচনায় কিছু সাংবাদিক অনলাইন মিডিয়ার মধ্যমে মহানগর ছাত্রদলের সভাপতির চরিত্র হননের উদ্দেশ্যে অনলাইনে বিভ্রান্তিকর খবর প্রচার করেছে।
উল্লেখ থাকে যে গত ২৩ জুন সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ হ্যাক হয়ে যায় এই মর্মে জিএমপির সদর থানায় একটি জিডি করা হয়। এছাড়া ব্যাক্তি ও সংগঠনের প্রতি আক্রোশে বিভিন্ন আইডি থেকে জাতীয়তবাদী ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতিকে নিয়ে উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবি প্রকাশ করছে এতে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মান ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। আমরা এই ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দায়ীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি। পাশাপাশি অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।
প্রসঙ্গত: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সাথে জনৈক নারীর ভিডিও কলের একটি কনটেন্ট প্রকাশিত ও প্রচারিত হয়। এই কন্টেনের পক্ষে বিপক্ষে এখন আলোচনা সমালোচনা চলছে গাজীপুর মহানগরে।