সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হবে। আজ বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (গোয়েন্দা শাখা) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, আজ দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকার থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তা করে।
এর আগে, গত রবিবার গুঞ্জন ওঠে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবর দিয়ে কিছু সংবাদমাধ্যম সংবাদও প্রকাশ করে।
গত সোমবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের বলেন, কাজী হাবিবুল আউয়ালকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
কাজী হাবিবুল আউয়াল সবশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় সিইসি ছিলেন। তার অধীনে অনুষ্ঠিত ‘ডামি নির্বাচনে’ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যায় আওয়ামী লীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন সাবেক এ সিইসি।
সম্প্রতি তাকেসহ আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত বাকি দুই সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ ও কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনারদের নামে মামলা করেছে বিএনপি। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন কে এম নূরুল হুদা।