আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পর এ-ই প্রথম মুক্ত পরিবেশে বাংলাদেশে এ-ই দিবসটি পালিত হচ্ছে। জাতির অর্থনৈতিক উন্নয়নে নার্সিং পেশার গুরুত্ব অপরিসীম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে এই মহান পেশার সর্বোচ্চ উন্নয়নের কথা উল্লেখ আছে।
ডা.মাজহার এই পেশার মহা মনিষী ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে সভাটি শুরু করেন।
সভায় প্রধান আলোচক হাসপাতালের পরিচালক ডা. মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি গাজীপুর জেলা ড্যাব এর আহবায়ক ডা. আলি আকবর পলান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ, সদস্য্যসচিব ডা.খলিলুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।
নার্সিং এসোসিয়েশন এর স্থানীয় সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, এবং সাইফুল ইসলাম এর পরিচালনায়, মেট্রন আরতী মিস্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।