নগরীর বাজোর রোডের সাদ সাঈদ বিকাশ এজেন্ট কর্মচারীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের তুর্য্য ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বিকাশ কর্মী এহসানুল আজিম সোহানকে (১৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশ এজেন্টের মালিক একরামুল হুদা বাপ্পী জানান, সোহান মোটর সাইকেলযোগে আরেক সহযোগিকে নিয়ে বাকেরগঞ্জে বিকাশ ব্যবসায়ীদের টাকা দেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে খয়রাবাদ সেতু পেরিয়ে তুর্য্য ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে দুটি মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী তাদের গতিরোধ করে। এরপর পিস্তল বের করে বাট দিয়ে সোহানের মাথায় আঘাত করে। এক পর্যায়ে ছুরি বের করে ঘাড়ে ও উরুতে আঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।
বাপ্পী আরও জানান, র্যাব ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি নলছিটি থানার আওতায় হওয়ায় তিনি সেখানে যাচ্ছেন মামলা করার জন্য।
শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, ছুরির আঘাতে সোহানের বাম হাত ও পায়ে জখম হয়েছে। তবে আঘাত গুরুতর নয়।