ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জামিরাপাড়া সমিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিবার বিগত কয়েক বছর ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত পাঁচ শতাধিক দরিদ্র পরিবার ঈদ উপহার পেয়েছে।
একটি মহতী উদ্যোগের যাত্রা
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায়, বিধবা, বয়স্ক, এতিম ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। তাদের নিজস্ব অর্থায়নে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি,সাবান,নুডলস,বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা কিশোর আহাম্মেদ বলেন, “আমরা চাই, সমাজের দরিদ্র মানুষরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। এই চিন্তা থেকেই আমরা প্রতি বছর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই উদ্যোগে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন, এবং আমরা সবাই মিলে এটি সফলভাবে বাস্তবায়ন করছি।”
বছরের অন্যান্য মানবিক কার্যক্রম
এই উদ্যোগ শুধুমাত্র ঈদের সময়ই সীমাবদ্ধ নয়, বরং পুরো বছর জুড়েই চলে নানা মানবিক কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য:
শীতকালীন কম্বল বিতরণ: শীতার্ত দরিদ্র মানুষদের জন্য কম্বল ও গরম কাপড় বিতরণ।
শিক্ষা সহায়তা: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বই, খাতা, কলম ও আর্থিক সহায়তা প্রদান।
নগদ অনুদান প্রদান: প্রতিবন্ধী, এতিম ও বয়স্ক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান।
দুর্যোগ সহায়তা: বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ।
স্থানীয়রা মনে করেন, এই মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসূচি পরিচালিত হবে বলে আশাবাদী। আয়োজকরা সবাইকে আহ্বান জানাচ্ছেন, যে যেভাবে পারেন, এই মহতী কাজে অংশগ্রহণ করুন। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং অসহায়দের মুখে হাসি ফোটাই!