গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার, (মার্চ ১৮) গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে এই অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আনম ইব্রাহিম খলিল। সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের আহবায়ক ড.এড.শহিদুজ্জামান, সঞ্চালনায় ছিলেন এড. জাকিরুল ইসলাম। সিনিয়র এডভোকেট মোঃ শহিদুল আলম, এডভোকেট মোঃ কামরুল হাসান শাকিলসহ বিপুল সংখ্যক আইনজীবী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।