ছবি(আজ শুক্রবার বিকেলে টঙ্গীতে ছাত্রদলের মিছিল)
গাজীপুর: তামীরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত দ্বন্ধকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গুজব সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর মহানগর শাখা।
আজ শুক্রবার(২১ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী থেকে হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে তারা এই অভিযোগ করেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রিয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফর। আরো ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী ঘটিত ঘটনায় দুইজন ছাত্রের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্ট ঘটনাকে রাজনৈতিক রুপদান করছে ইসলামী ছাত্র শিবির। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্র দলের বিরুদ্ধে সকল অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের বিচার নিশ্চিত করার আহবান জানান।
প্রসঙ্গত: বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবিরের ওয়ার্ড সভাপতি ও তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ফজলে রাব্বী সিফাতকে ডেকে নিয়ে মারধর করে স্থানীয় ছাত্র নেতা মামুন সহ কয়েকজন। এঘটনায় টঙ্গী থানায় আহত ফজলে রাব্বী সিফাত বাদী হয়ে মামলা করলে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মামুনকে ছাত্র শিবির ছাত্রদলের বলে দাবী করছে আর ছাত্রদল মামুন তাদের কেউ না বলে অভিযোগ অস্বীকার করছে। এই ঘটনা নিয়ে টঙ্গী ও গাজীপুরে রাজনৈতিক মহলে উত্তেজনা করছে।