রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: হাত-পা বেঁধে বিবস্ত্রকরে গোপনাঙ্গে মরিচের গুড়া দিয়ে কামড়ে ক্ষত বিক্ষত করে এক নারীকে মধ্যযোগীয় বরবর কায়দায় নিয়াতনের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী নারী চব্বিশ ঘন্ট ধরে উপজেলা হাসপাতালে কাতরাচ্ছেণ। ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে। নির্যাতিত রোজিনা (৪০) ওই গ্রামের মো. সাহাবুদ্দিনের স্ত্রী। অভিযুক্তরা হলো জোগিরসিট গ্রামের মিনারা খাতুন(৫০), আকলিমা(৩৩),রিমা(৩০) এবং গলদাপাড়া গ্রামের নাজমিনআক্তার(৩৫) ও তাছলিমা (৪৫)। এঘটনায় ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
জানাযায়, রোজিনার পরিবারের সাথে অভিযুক্তদের পূর্ব বিরোধ রয়েছে। সো¥বার দুপুরে ১২টার সময় রোজিনা বাড়িতে যাচ্ছিলেন। এসময় অভিযুক্তরা তাকে রস্তা থেকে টেনে হিঁছড়ে মিনারার বাড়িতে নিয়ে যায়। সে খানে তাকে বেধরক পিটিয়ে আহত করা হয়। পরে নির্যাতিত নারীকে পড়নের জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করা হয়। অভিযুক্তরা তার হাত-পা বেঁধে গোপনাঙ্গে শুকনো মরিচের গুড়া লাগিয়ে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে ওই নারী জ্ঞান হারায়। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরে। রোজনা বলেন, তাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় অভিযুক্তরা। শরীরের বিভিন্ন স্থানে কারিয়ে আহত করে। পড়নের কাপড় খুলে হাত-পা বেঁেধ গোপনাঙ্গে শুকনো মরিচের গুড়া দিয়ে নির্যাতন করে। তার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন ম,ন্পডল বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত,করে ব্যবস্থা নেয়া হেব।