সাংবাদিকদের সাথে প্রতারণার অভিযোগ সাদপন্থীদের!

Slider বাংলার মুখোমুখি


আজ সোমবার(৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাংবাদিক সম্মেলনেও সেই ব্যাক্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ইজতেমা নিয়ে সাদপন্থীদের পক্ষে সাংবাদিক সম্মেলন করে নিরপেক্ষ থাকার কথা বলায় সাংবাদিকদের সাথে সাদপন্থিদের প্রতারণার অভিযোগ উঠেছে।

আজ সোমবার(৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১২টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে বিশ্ব ইজতেমায় বৈষম্য দূর করে সাদপন্থিদের অংশগ্রহন করতে দেয়ার দাবিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সম্মেলনে সাংবাদকিদের প্রশ্নের জবাবে আয়োজকরা নিজেদের নিরপেক্ষ দাবী করায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেক সাংবাদিক এটাকে সাংবাদিকদের সঙ্গে প্রতারণার অভিযোগও করেন।

এবিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান- সেখানে সাদপন্থীরা নিজেদের পরিচয় গোপন করে নিরপেক্ষ হিসাবে পরিচয় দিয়েছেন। এটা জাতির বিবেক সাংবাদিকদের সাথে প্রতারণার সামিল।

সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা জানান, সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কারা বা আপনারা কোন পক্ষ? উত্তরে ওনারা জানান, আমরা নিরপেক্ষ।
অথচ উনারা কট্টর সাদপন্থী। কারণ ইতোপূর্বে সাদপন্থিদের সাংবাদিক সম্মেলনে আজকের অনেকেই উপস্থিত ছিলেন। উদাপরণ সরুপ বলা যায়, গত ২৩ শে ডিসেম্বর ২০২৪, রিপোর্টার্স ইউনিটিতে সাদপন্থীদের প্রতিনিধি হিসেবে যারা সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাদের ভেতরে প্রফেসর মঞ্জুর নামে পরিচিত এক সাদপন্থী আজকেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? কেন জাতির বিবেক সাংবাদিক ভাইদের সামনে ভুল তথ্য পেশ করলেন? তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?

গত ২৩ শে ডিসেম্বর ২০২৪, রিপোর্টার্স ইউনিটিতে সাদপন্থীদের প্রতিনিধি হিসেবে যারা সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাদের ভেতরে প্রফেসর মঞ্জুর

প্রসঙ্গত, প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীরা নৃশংস হামলা ও হত্যাযজ্ঞ চালায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক তাবলীগের সাথী তওবা করে সাদ পন্থী থেকে শুরায়ী নিজামের অধিনে মেহনত শুরু করেন।

এদিকে খুনি, সন্ত্রাসী উগ্র সাদপন্থীদের বিচারের দাবিতে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *