গাজীপুরে লুন্ঠিত সাড়ে ১১লাখ টাকা উদ্ধার

Slider টপ নিউজ সারাদেশ

DSC07517DSC07511
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ছিনতাই হওয়া ১ কোটি ৩৩ লাখ টাকার মধ্যে ১১লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ওই মামলায় আটক হয়েছেন ২জন।

বুধবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর পুলিশ সুপার(এসপি) কার্যালয়ের  সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ওই তথ্য জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম বলেন, ৭জুলাই কালিয়াকৈরের বোর্ড মিল নামক স্থানে ফ্যাশনইট গার্মেন্টসের শ্রমিকদের বেতনের ১কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই হয়। এই ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়। মামলায় অভিযুক্ত জনৈক আঃ রশিদ ও অসীম কুমার নামে দুই জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মূলে বিভিন্ন স্থান থেকে ১১লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকী টাকা উদ্ধারে অভিযান চলছে। তবে সাংবাদিক সম্মেলনে আসামীদের ঠিকানা প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *