ঢাকা: বাংলাদেশের নতুন নাগরিকদের কাছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসা-বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি বিস্তৃত করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার ( ১৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহলের নবীন নাগরিকদের কাছে গিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিংসা-বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের এসব নবীন নাগরিকরা এতোদিন হিংসার রাজনীতির বাইরে থাকলেও বৃহস্পতিবার আওয়ামী লীগ সেখানেও তা বিস্তৃত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েকদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বিদেশে বসে ষড়যন্ত্র করার’ ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। সরকার প্রধানের পক্ষ থেকে এধরনের হাস্যকর অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বলে আমরা মনে করি।
আপনারা জানেন বিএনপির চেয়ারপার্সন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। কতটা অমানবিক হলে এ ধরনের মনগড়া-আজগুবি মন্তব্য করা যেতে পারে। বাংলাদেশের মানুষ এসব অপরাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে- বলেন আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, আমরা শুরু থেকেই বলেছি, বিএনপি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে। জ্বালাও পোড়াও রাজনীতির সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের লোকেরাই বিগত আন্দোলনে নানা জায়গায় পেট্রোল-বোমা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার আহবান জানিয়ে রিপন বলেন, আমরা মনে করি খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকার কোনো রাজনৈতিক ফায়দা লাভ করতে পারবে না। শুধু রাজনৈতিক পরিবেশ কলুষিত করতে পারবে।