এমপি লিটন হাইকোর্টে হাজির

Slider জাতীয়

95782_litonঢাকা: হাইকোর্টের নির্দেশে হাজির হয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। দুপুর একটায় তাকে হাজির করতে তার আইনজীবীকে আদেশ ‍দিয়েছিলেন হাইকোর্ট। এর দশ মিনিট আগেই হাজির হয়েছেন তিনি।

শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় লিটনের করা আগাম জামিনের আবেদনের শুনানির সময় সোমবার (১২ অক্টোবর) ওই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ। বেলা ১২টা ৫০ মিনিটে হাজির হয়েছেন এমপি লিটন।

এমপি লিটনের উপস্থিতিতে আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে। শুনানি করছেন এমপি লিটনের আইনজীবী মোখছেদুল ইসলাম।

রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদনটি জানান এমপি লিটনের আইনজীবী আরিফুল ইসলাম।

গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *