গাজীপুরে ব্যবসায়ির মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ  

Slider গ্রাম বাংলা

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

 

গাজীপুর: গাজীপুরের স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ি জালাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী নারীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে এলাকাবাসি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় নারী ও পুরুষদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ১০টা থেকে ১১টা পর‌্যন্ত আধ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এর আগে ওই সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

এউপপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন,কারিয়াকৈর বাজারের ব্যবসায়ী নেতা হারুন অর রশিদ,হাজী আমজাদ হোসেন,জালাল উদ্দিনের ছেলে লাকী মিয়া,মমমতাজ বেগম। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,প্রসঙ্গত: কালিয়াকের উপজেলার লতিফপুর এলাকার স্থানীয় এক মাদক ব্যবসায়ী নারীকে লাঠিপেটা ও মারধরের অভিযোগে মাতবর জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *