মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও সাহিত্যিক, প্রকাশক কবি আসাদ বিন হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)।
রবিবার (৩০শে জুন) রাতে ১২টা ৫৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসাদ বিন হাফিজ। মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আহমদ শামিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এর আগে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আসাদ বিন হাফিজ ১৯৫৮ সালের ১লা জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ হাফিজউদ্দীন মুন্সী এবং মা জুলেখা বেগম।
কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। তিনি প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।