মক্কায় ক্রেন ভেঙ্গে নিহত ১০৭, ৪০ বাংলাদেশিসহ আহত ২৩৮

Slider সারাবিশ্ব

92221_lead

 

 

 

 

 

 

পবিত্র হজের মাত্র কয়েকদিন আগে মক্কা শরীফের আল হারেমে ক্রেন ভেঙ্গে পড়ে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। গ্রান্ড মসজিদের ভিতরে বাংলাদেশের সময় গত রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪০ বাংলাদেশিসহ প্রায় ২৩৮ জন মানুষ। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ কথা বলেছে। কুয়েত নিউজ এজেন্সি কুনা রিপোর্টে বলেছে, এ ঘটনা ঘটেছে প্রচন্ড বৃষ্টি ও তীব্র বাতাসের জন্য। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। পাঠানো হয়েছে এম্বুলেন্স। স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সেখানে লাল সতর্কতা জারি করেছে। মক্কার রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, কমপক্ষে ৩৯টি এম্বুলেন্স জরুরি ভিত্তিতে সেখানে সেবা দিচ্ছে। নিহতদের পরিচয়ের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয় নি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডি নিউজকে জানিয়েছেন, এতে ৪০ বাংলাদেশি আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিও অফিসিয়াল ফেইজবুক পেইজে ৪০ বাংলাদেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত চাঁদ মিয়ার অবস্থা সঙ্কটাপন্ন। এছাড়া মক্কার জায়েদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন আরও তিন বাংলাদেশি। বাংলাদেশি চিকিৎসক দল ও দূতাবাস কর্মকর্তারা হাসপাতালে রয়েছেন।
এমনিতেই শুক্রবার পবিত্র কাবা শরিফ মুসল্লিতে ভরপুর থাকে। তার ওপর এখন হজ মওসুম। ফলে এদিন কাবা শরিফ ছিল মুসল্লিতে কানায় কানায় ভর্তি। ক্রেন ভেঙ্গে নিহতদের মধ্যে বেশির ভাগই হজযাত্রী বলে মনে করা হচ্ছে। সামাজিক মিডিয়ায় যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে হজযাত্রীদের রক্তাক্ত দেহ। তাদের সাদা কাপড় রক্তে লাল হয়ে আছে। যেখানে মসজিদের ভিতরে ক্রেন ভেঙ্গে পড়েছে সেখানে পড়ে আছে লাশ। রক্তে সয়লাব হয়ে গেছে চারদিক। এমনিতেই সৌদি আরব বিশ্ব মুসলিমদের এই পবিত্র হজকে সুসম্পন্ন করার জন্য পূর্ব প্রস্তুতি শেষ করেছে আগেই। গত বছর গ্রান্ড মসজিদের সম্প্রসারণ কাজের জন্য হজযাত্রীদের নিরাপত্তায় সমস্যা হতে পারে এমন বিবেচনায় সৌদি আরব হজযাত্রীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। গত কয়েক বছর পবিত্র হজে কোন রকম দুর্ঘটনা ঘটে নি। হজ যাতে নিরাপদে সম্পন্ন হয় সে জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে পরিবহন খাত, অবকাঠামোর উন্নয়ন। বর্তমানে পবিত্র এ মসজিদ ৪ লাখ বর্গমিটার আয়তন বর্ধিত করার কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে ২২ লাখ মুসল্লি এক সঙ্গে সেখানে সমবেত হতে পারবেন। আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এ সময়ে সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি সমবেত হবেন সৌদি আরব তথা মক্কায়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন কয়েক লাখ হজযাত্রী। মক্কা থেকে আল জাজিরার সাংবাদিক হাসান পাতেল বলছেন, প্রত্যক্ষদর্শীরা তাকে বলেছেন স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে গ্রান্ড মসজিদের তৃতীয় তলায় ওই ক্রেনটি ভেঙ্গে পড়ে। এ সময় মসজিদ ছিল মুসল্লি ও হজযাত্রীতে ঠাসা। কারণ, কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা মসজিদে অবস্থান করা শুরু করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *