ময়মনসিংহে ডিবি’র পৃথক অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি ও মদসহ গ্রেফতার-৩

Slider গ্রাম বাংলা

সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ: অভিযান-১ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অফিসার-ইনচার্জ, মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই(নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাঘাইতলা বাজারস্থ চায়ের দোকানের সামনে গত ২০ মে ২০২৪ খ্রিঃ তারিখ ০৩.০৫ ঘটিকায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি পিকআপ বোঝাই ৬০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি ১। মোঃ নাজমুল মিয়া (২৫) কে গ্রেফতার করে। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

অভিযান-২ এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ধারা বাজারে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে আক্কেল আলীর চায়ের দোকানের সামনে পাকা গত ১৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২০.৪৫ ঘটিকায় ০৭ বোতল ভারতীয় মদ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাদশা মিয়া (২৬), ২। মোঃ মামুন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত একটি পিক-আপ বুঝাই ৬০ বস্তা চিনি ও ০৭ বোতল মদ উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *