জলজট-যানজট: আজও দুর্ভোগে নগরবাসী  

Slider জাতীয়

90587_rain

গতকালের মতো আজও দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও দেখা গেছে হাটু সমান পানি। আর জলাবদ্ধতার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্নস্থানে তৈরি হয়েছে তীব্র যানজট। সকালে অফিসগামী মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বৃষ্টিতে ভিজে অনেককে অফিসে যেতে দেখা গেছে। অনেকে গণপরিবহনের অভাবে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। যারা গাড়িতে উঠতে পেরেছেন নিস্তার মিলেনি তাদেরও। তাদেরও অপেক্ষা করতে হচ্ছে যানজটে। রাজধানীর বাইরেও দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের কয়েকটিস্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও তা একেবারেই থেমে যাবে না। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *