সরকারের সবার একই ভয়েসে কথা বলা উচিত’  

Slider জাতীয়

knk

 

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ক্ষমতাসীনদের মধ্য থেকে বিরোধিতার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সবার একই ভয়েসে কথা বলা উচিত। আমরা একেক জন একেক ধরনের কথা বলছি, তার কারণে এ ধরনের সমস্যাটা হচ্ছে। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আরও বলেন, গ্যাস-বিদ্যুতের ভর্তুকি এমন পর্যায়ে পৌঁছেছিল, যার প্রভাব অর্থনীতির উপর পড়ছিল। ভর্তুকির বোঝা হ্রাস করার জন্য গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী কখনোই জনগণের স্বার্থে বিঘœ ঘটে এমন পদক্ষেপ নেননি। পরবর্তীতে সব ঠিক হয়ে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন। শেখ হাসিনার উন্নয়ন যেন ম্লান হয়ে না যায়, সেজন্য আমাদের এ আত্মঘাতী আচরণ পরিহার করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, অপকর্ম করে যারা অর্জন ঢেকে দিতে চাইবে, তাদের বিরুদ্ধে অবশ্যই দলকে ব্যবস্থা নিতে হবে। গুটিকয়েক ছাত্রলীগের জন্য অপমান হচ্ছে। এটা যেন না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *