বগুড়ায় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধন

Slider ফুলজান বিবির বাংলা


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরের আশোকোলা নামক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে, ০২টি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক প্রায় ৬ লক্কো টাকার মাছ নিধন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাসুরিয়া পাড়ার বাসিন্দা মিঃ রাব্বি হোসেন অভিযোগে বলেন, ৬২শতকের একটি পুকুর পত্তন নিয়ে তিনি গত ৪ বছর যাবৎ মাছ চাষ করে আসছিলেন।চলতি মৌসুমে তিনি তার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, বাটা টেংড়া, সিং,পাবদাসহ নানা প্রজাতির মাছ ছেড়ে দিয়ে পরিচর্যা করেন। মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল। এ অবস্থায় গত ২২ এপ্রিল/২০২৪,শেষরাত্রের(সবিসাদেকের সময়) প্রতিপক্ষের লোকজন তার ওই পত্তন নেয়া পুকুরে পূর্ব শত্রুতা জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ মন মাছ নিধন করে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।শুধু তাই নয়, দৃর্বৃত্তরা একই স্থানে সজিব হোসেনের পুকুরেও বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করে। ইউপি সদস্য রাব্বি হোসেন আরও জানান, এর আগে প্রতিবেশি কয়েক ব্যক্তি তাকে শাসানোসহ তার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি দিয়েছিল।#২৪/০৪/২৪#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *