সিরিয়ায় এএফপির সংবাদদাতা গুরুতর আহত

Slider সারাবিশ্ব

Syria_270147053ঢাকা: সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেইন আল-রিফাই (২৮) নামে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক সংবাদদাতা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) শহরের উত্তরাঞ্চলে সংঘর্ষ চলাকালে কামানের গোলার খণ্ডাংশ (শ্রাপনেল) তার মুখে ও পায়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। জেইন আল-রিফাই এএফপির ফটো ও ভিডিওগ্রাফার ।

আলেপ্পোর মিডিয়া সেন্টারে কর্মরত আল-রিফাইয়ের সহকর্মীদের বরাত দিয়ে বুধবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, শ্রাপনেলে আহত হলে তৎক্ষণাৎ আল-রিফাইকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বুঝতে পেরে তাকে নিকটস্থ তুরস্কের উন্নত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

সহকর্মীর আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে এএফপির গ্লোবাল নিউজ ডিরেক্টর মিশেল লেরিডন বলেন, আমরা শিগগির আল-রিফাইয়ের সুস্থতা কামনা করছি এবং তার প্রয়োজনীয় চিকিৎসায় পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *