ফাইনালের আগে ১৯ জনকে আটক করেছে ব্রাজিলিয়ান পুলিশ

Slider খেলা গ্রাম বাংলা টপ নিউজ সারাবিশ্ব

31482_f1
গ্রাম বাংলা ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে ১৯ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। কিন্তু ফাইনালের আগে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই আটকের ঘটনা ঘটেছে বলে সূত্রমতে জানা গেছে।
সূত্রমতে জানা গেছে ২৮জনের বিপক্ষে গ্রেফতারী পরোয়ানা জারী করলেও নয়জন পলাতক রয়েছে। পুলিশের অভিযোগ যদি প্রমানিত হয় তবে আটককৃতদের কমপে তিন বছরের জেল হতে পারে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
গত প্রায় বছরখানেক ধরেই বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে বিরোধী প বিভিন্ন ভাবে এই বিরোধীতা করে আসছে। গত বছর জুনে কনফেডারেশন কাপ শুরুর সময় থেকে এই বিােভ শুরু করে তারা। প্রাথমিক পর্যায়ে এই বিক্ষোভ কিছুটা শান্ত পর্যায়ে থাকলেও পরবর্তীতে তা বিােভ, ভাঙ্গচুরে রুপ নেয়। বিশেষ করে দেশের আর্থ সামাজিক বিষয়ে সরকার নজর না দিয়ে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিশ্বকাপ আয়োজনকে তারা খুব একটা ভাল চোখে দেখেনি।
পুলিশের সূত্রমতে জানা গেছে আটককৃত বিক্ষোভাকারীরা রোববার দুপুরে জার্মান বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচকে সামনে রেখে মারাকানা স্টেডিয়ামে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে তারা সকলে পিস্তল, দাহ্য পদার্থ, মাদক ইত্যাদি বহন করছিল। প্রায় ৮০ জন পুলিশের একটি বাহিনী রিওর বিভিন্ন রাস্তা অলিগলি চালিয়ে তাদের আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *