তালাককে কেন্দ্র করে স্বামী- স্ত্রীর মধ্যে সংঘর্ষ উভয়ের অবস্থা আশংকাজনক

Slider গ্রাম বাংলা

ছবি( আহত স্বামী নয়ন ও স্ত্রী শিরিনা)

মো: জাকারিয়া, গাজীপুর : তালাককে কেন্দ্র করে ইফতারের সময় টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় ধারালো দা দিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত দুই জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
গতকাল বৃহস্পতিবার ইফতারের সময় টঙ্গীর ঝিনুৃ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার খরদু বাসপাড়া গ্রামের শিরিনা (২৪) ও রংপুর জেলার পীরগঞ্জ থানার আঃ মান্নানের ছেলে নয়ন মিয়া(৩০) পরস্পর স্বামী স্ত্রী। তারা টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় ভাড়ায় বসবাস করতেন। স্ত্রী পোশাক কর্মী ও স্বামী বেকার। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তিন দিন আগে স্ত্রী, স্বামীকে তালাক দিয়েছে বলে বলাবলি শুরু হলে স্বামী অন্যত্র চলে যায়। গতকাল ইফতারের সময় স্বামী বাসায় এলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ও স্ত্রী আলাদা আলাদা ধারালো দা দিয়ে পরস্পর পরস্পরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে দুই জনের অবস্থা খারাপ হলে তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত স্বামী নয়ন ও স্ত্রী শিরিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ইসরাত জাহান এনি জানান, দুই জনই মুমূর্ষু। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় কেউ থানায় আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *