কৃষকের গোয়াল ঘরে আগুন,৮টি গরু অগ্নিদগ্ধ!

বাংলার মুখোমুখি

রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট এলাকায় গোয়াল ঘরে আগুন লেগে ৮ টি গরু অগ্নিদগ্ধ সহ বাড়ির তিনটি ঘর মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার(২৯ফেব্রুয়ারি)সন্ধ্যা ৬:৪৫ মিনিটের সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের শফিকুল ইসলাম, ‘রমিজ উদ্দিন, ‘রফিকুল ইসলাম তিন ভাইয়ের বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগুন নেভানোর আগেই আটটি গরুর প্রায় চল্লিশ শতাংশ চামড়া পড়ে গেছে।

জানা যায়, কৃষক শফিকুল ইসলাম সন্ধ্যা রাতে থাকার ঘরে আগুন দেখতে পান। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৮টি গরু গোয়াল ঘরে প্রায় চল্লিশ শতাংশ পড়ে যায় । ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, সবমিলে ওই কৃষকের অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, জমি চাষাবাদ করে পরিবার নিয়ে ভালই চলছিলাম আমরা তিন ভাই। ৮টি গরু আগুনে অগ্নিদগ্ধ তিন ভাইয়ের তিনটি থাকার ঘর পড়ে যাওয়ায় একদম নিঃস্ব হয়ে গেলাম।

আমার ঘরে আগুন লাগার সাথে সাথেই মাওনা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছিল, তারা যদি সঠিক সময়ে এখানে আসতো তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। তারা আমাদের আগুন নাগার খবর পাওয়ার পরও কেন আসলো না সেটাই বুঝতে পারছি না, ‘মাওনা ফায়ার সার্ভিস দিয়ে যদি আমাদের উপকার না হয় তাহলে এমন ফায়ার সার্ভিস আমাদের দরকার নাই। ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসলে হয়তো আমার প্রায় আটটি গরু সহ ৫০ লক্ষ টাকার মালামাল বেঁচে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *