ভেজাল প্যারাসিটামলে মৃত্যুর দায়ে ৬ জনের কারাদণ্ড

Slider জাতীয়

medicine_626248550ঢাকা: ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর অভিযোগে বিসিআই কোম্পানির নির্বাহী পরিচালক, পরিচালকসহ ৬ জনকে দশ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় স্পেশাল জজ এম আতাউর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কোম্পানির নির্বাহী পরিচালক বদরুদ্দোজা, পরিচালক শাজাহান সরকার, নূরুন্নাহার বেগম, শামসুল হক, ব্যবস্থাপক আয়েশা খাতুন ও ব্যবস্থাপক এমতাজুল হক।

রায় ঘোষণার সময় পরিচালক শাজাহান সরকার আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকিরা পলাতক আছেন।

রাজধানীর ঝিগাতলায় বিসিআই কোম্পানির উৎপাদিত প্যারাসিটামলে বিষাক্ত দ্রব্য উপস্থিত থাকার প্রমাণ পেয়ে ১৯৯২ সালের ১৮ নভেম্বর ওষুধ প্রশাসন অফিদফতরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের চৌধুরী মামলাটি দায়ের করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *