বগুড়ায় আমিও জিততে চাই শিরোনামে ইয়ুথ ফেয়ার অনুষ্ঠিত

বাংলার সুখবর

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ প্রান্তিক পর্যায়ে নাগরিক সুবিধা নিশ্চিত, সড়কে সর্বাত্মক নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধিসহ একাধিক ইস্যূতে বগুড়ায় তরুনদের নিয়ে দিনব্যাপী ইয়ুথ ফেয়ার হয়েছে। “আমিও জিততে চাই”- ইয়ুথ ফেয়ার এই স্লোগানে সোমবার বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স হলে এই আয়োজন হয়। এসময় নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান অংশগ্রহণকারী তরুণরা।এই ইয়ুথ ফেয়ারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এসময় নাগরিক ইস্যু নিয়ে বির্তক, কুইজ ও ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইয়ুথ ফেয়ারের অংশ হিসেবে আয়োজিত আমিও জিততে চাই আঃন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বগুড়া’র সরকারী আজিজুল হক কলেজ, সরকারী শাহ্ সুলতান কলেজ এবং সৈয়দ আহম্মেদ কলেজের ৮ বিতর্ক দল। প্রতিযোগিতায় বিতার্কিকরা নাগরিক ইস্যুর সমাধান বিষয়ে নানা যুক্তি ও পাল্টাযুক্তি তুলে ধরেন। তাদের মতে, একদিকে চাকুরীর সুযোগ যেমন কম অপরদিকে উদ্যোক্তা হতেও রয়েছে জটিল সব প্রতিবন্ধকতা। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ও সহজ ঋণসুবিধার দাবি জানান তারা। এছাড়া, সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে তাগিদ আসে তরুণদের কাছ থেকে। মেলায় অংশগ্রহণকারীরা আরো বলেন, বেশিরভাগ তরুণই রাজনৈতিক অঙ্গন থেকে নিজেদের সরিয়ে রেখেছেন এবং তারা রাজনৈতিক আলোচনায় আগ্রহী নন, কারণ তারা মনে করেন তাদের মতামত সেভাবে গুরুত্ব পায় না। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে, তরুণদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দেয়ার জন্য নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অংশগ্রহণকারী তরুণরা আহ্বান জানিয়ে এসব প্রত্যাশা তুলে ধরেন।মেলায় ভিডিও বার্তা প্রতিযোগিতায় অংশ নিতে তরুণদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়, এককভাবে ক্যামেরার সামনে দু-মিনিটে তারা তাদের বক্তব্য তুলে ধরেন পরে তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়।ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোদের উদ্যোগে এ মেলার শুরুতেই নাগরিক সমস্যাসমূহ তুলে ধরে বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে জুলেখার জীবন নামে একটি মঞ্চ নাটক পরিবেশিত হয়, এর উপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ চোখে পড়ে।ইউএসএআইডি-এর অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় আমিও জিততে চাই- ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশা তুলে ধরার মাধ্যম হিসেবে বিশেষ ভূমিকা পালন করছে।দিনব্যাপী এই তারুন্যের মেলা শেষ হয় পুরুস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে, এতে অংশ নেন বগুড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরা, মহিলা দলের সভাপতি লাভলী রহমান, জয়পুরহাট মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর রাজশাহী বিভাগের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার জনাব আসমা আক্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *